ক্যারল গ্রেইডার
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
ক্যারল গ্রেইডার (জন্ম: ১৫ এপ্রিল, ১৯৬১) একজন মার্কিন জীববিজ্ঞানী। তিনি ২০০৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
ক্যারল গ্রেইডার | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | আমেরিকান |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
পরিচিতির কারণ | discovery of telomerase |
পুরস্কার | Lasker Award (2006) Louisa Gross Horwitz Prize (2007) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৯) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | মলিকুলার বায়োলজি |
প্রতিষ্ঠানসমূহ | Cold Spring Harbor Laboratory জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় |
ডক্টরেট উপদেষ্টা | এলিজাবেথ ব্ল্যাকবার্ন |
জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা
গ্রেইডার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে ডেভিস সিনিয়র হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হন। ১৯৮৩ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা থেকে জীববিজ্ঞানে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। [১]
কর্মজীবন সম্পাদনা
১৯৯৭ সালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ শিক্ষক হিসেবে যোগদান করেন।
পুরস্কার ও সম্মাননা সম্পাদনা
- নোবেল পুরস্কার, (২০০৯)
তথ্যসূত্র সম্পাদনা
বহি:সংযোগ সম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |