কোসালা রামাদাস

ভারতীয় রাজনীতিবিদ

কোসালা রামাদাস (মৃত্যু: ৪ জুন ২০১৩) ছিলেন কেরালার সিপিআই (এম) এর বিধায়ক সদস্য এবং ট্রেড ইউনিয়নবাদী।

১৯৬৭ সালে রামদাস তিরুবনন্তপুরম জেলার আত্তিংল থেকে কেরালার বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। নকশালপন্থী মতামতের জন্য তিনি তাঁর সদস্যপদ এবং পরে দল ছেড়ে দেন। পরে তিনি নকশালবাদও ত্যাগ করেন এবং স্বতন্ত্র ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন শুরু করেন। অল্প সময়ের জন্য, তিনি সিপিআই (এম) -এর পাশাপাশি তিরুবনন্তপুরমের মেয়র হিসাবেও কাজ করেছিলেন। [১][২] ২০১২ সালে তাঁকে কেসি বামদেবন ফাউন্ডেশন পুরস্কার দেয়া হয়েছিল। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kosala Ramadas"DNA। জুন ৪, ২০১৩। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০১৩ 
  2. "Ex-CPI(M) MLA Kosala Ramadas dies"Zee News। জুন ৪, ২০১৩। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১৩ 
  3. "KC Vamadevan award for Kosala Ramadas"। জানুয়ারি ৮, ২০১২। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]