ফরাসি ভাষা, আরবি ভাষা এবং কমোরীয় ভাষা কোমোরোস দ্বীপপুঞ্জের সরকারি ভাষা।[১] কিছু সংখ্যক লোক সোয়াহিলি ভাষার একটি উপভাষাতে কথা বলেন। এছাড়া মাদাগাস্কার থেকে আগত অভিবাসী সম্প্রদায়ে মালাগাসি ভাষা সুপ্রচলিত।

১৯০৬ সালে ফরাসি ভাষায় কমোরিয়ান ডাকটিকিট। কোমোরোস তখন ফ্রান্সের উপনিবেশ ছিল

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা