কোনাস বেঙ্গালেনসিস

মলাস্কার প্রজাতি

কোনাস বেঙ্গালেনসিস (লাতিন: Conus bengalensis), সাধারণ নাম বেঙ্গল কোন হিসেবেও পরিচিত, হলো একটি সামুদ্রিক শামুক প্রজাতি। এটি মলাস্কদের কোণীয় শামুক এবং সমধর্মী প্রজাতিদের একটি গোত্রভুক্ত[১]

কোনাস বেঙ্গালেনসিস
কোনাস বেঙ্গালেনসিস এর খোলক (স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে সংরক্ষিত নমুনা)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: মলাস্কা (Mollusca)
শ্রেণি: Gastropoda
উপশ্রেণি: Caenogastropoda
বর্গ: Neogastropoda
পরিবার: Conidae
গণ: Conus
(ওকুতানি, ১৯৬৮)
প্রজাতি: C. bengalensis
দ্বিপদী নাম
Conus bengalensis
(ওকুতানি, ১৯৬৮)
প্রতিশব্দ[১]
  • Conus (Cylinder) bengalensis ওকুতানি, ১৯৬৮। গৃহীত, বিকল্প উপস্থাপন
  • Cylinder bengalensis (ওকুতানি, ১৯৬৮)
  • Darioconus bengalensis ওকুতানি, ১৯৬৮ (প্রকৃত বর্ণনা)

কোনাস (Conus) গণের অন্যান্য প্রজাতির মতোই বেঙ্গল কোনও শিকারীবিষাক্ত। এরা মানুষকেও দংশন করতে সক্ষম। এ কারণে জীবিত বেঙ্গল কোন ধরা উচিত নয়; ধরলেও সতর্ক থাকার প্রয়োজন হয়।

বর্ণনা সম্পাদনা

এই শামুকগুলোর আকার ৬০ মিলিমিটার থেকে ১৪৮ মিলিমিটারের মধ্যে হয়ে থাকে।

বিস্তৃতি সম্পাদনা

এই সামুদ্রিক প্রজাতি বঙ্গোপসাগর, আন্দামান সাগর, মায়ানমার (বার্মা) ও থাইল্যান্ডে পাওয়া যায়।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Conus bengalensis (Okutani, 1968)। ওয়ার্ল্ড রেজিস্টার অব মেরিন স্পিসিস থেকে ২৭ মার্চ ২০১০ তারিখে সংগৃহীত।

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা