কোতোয়াল (ভাস্কর্য)
মৃণাল হকের ভাস্কর্য
কোতোয়াল মৃণাল হক নির্মিত একটি ভাস্কর্য।[১] এটি ঢাকার ইস্কাটনে মিন্টু রোডের পুর্বপ্রান্তের শেষাংশে সড়কদ্বীপে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থিত। পুলিশ ব্যবস্থার পূর্বসূরী মুঘল ও ব্রিটিশ আমলের আইন শৃংখলা রক্ষাকারীদের 'কোতোয়াল' বলা হতো। সেসময় কোতোয়ালরা ঘোড়ায় চড়ে তাদের দায়িত্ব পালন করতেন। ভাস্কর্যটি বাংলাদেশে আইন শৃংখলা রক্ষাকারী দলের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে।[২][৩]
কোতোয়াল | |
---|---|
![]() | |
শিল্পী | মৃণাল হক |
বিষয় | কোতোয়ালি ব্যবস্থা |
অবস্থান | ঢাকা |
২৩°৪৪′৩৯″ উত্তর ৯০°২৪′১৮″ পূর্ব / ২৩.৭৪৪১৮২° উত্তর ৯০.৪০৪৯২৯° পূর্ব | |
মালিক | ঢাকা সিটি কর্পোরেশন |
বর্ণনা
সম্পাদনাকোতোয়াল ভাস্কর্যে একটি উঁচু মঞ্চের উপর সোনালি রঙে মোড়ানো দুটি ঘোড়া ও ঘোড়ায় চড়া দুজন কোতোয়ালের উর্দি পড়া অবস্থায় টহল দেয়ার অভিব্যক্তি নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যে দেখা যায় কোতোয়াল ঘোড়ার উপর শক্ত চাবুক হাতে বসে আছেন।[২] দুইজন কোতোয়াল পাশাপাশি ঘোড়া ছুটাচ্ছেন। ডানের ব্যক্তি ডান দিকে এবং বাম পাশের ব্যক্তি সম্মুখে নজর রাখছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভাস্কর মৃণাল হক মারা গেছেন"। প্রথম আলো। ২০২০-০৮-২২। ২০২২-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২২।
- ↑ ক খ "থানার নাম কোতোয়ালি কেন এবং কীভাবে এসেছে?"। ভোরের কাগজ। ২০২০-০৮-১১। ২০২২-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২২।
- ↑ "অযত্নে 'কোতোয়াল'"। দৈনিক জনকণ্ঠ। ২০১৫-০৬-২০। ২০২২-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- মৃণাল হকের ব্যক্তিগত বাতায়নে কোতোয়ালের স্থিরচিত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ মে ২০২২ তারিখে