কোডারমা তাপবিদ্যুৎ কেন্দ্র
কোডারমা তাপবিদ্যুৎ কেন্দ্র হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের কোডারমা জেলার জয়নগর সিডি ব্লকের বানঝেডিহতে অবস্থিত একটি কয়লা-ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়।
কোডারমা তাপবিদ্যুৎ কেন্দ্র | |
---|---|
অবস্থান | বনঝেডিহ, জয়নগর সিডি ব্লক, ঝাড়খণ্ড |
স্থানাঙ্ক | ২৪°২৩′২৮″ উত্তর ৮৫°৩৩′৪০″ পূর্ব / ২৪.৩৯১১৩৩° উত্তর ৮৫.৫৬১১০১° পূর্ব |
অবস্থা | সক্রিয় |
কমিশনের তারিখ | ইউনিট ১: জুলাই ২০১৩ ইউনিট ২: জুন ২০১৫ |
পরিচালক | দামোদর ভ্যালি কর্পোরেশন |
তাপ বিদ্যুৎ কেন্দ্র | |
প্রধান জ্বালানি | বিটুমিনাস কয়লা |
বিদ্যুৎ উৎপাদন | |
কর্মক্ষম একক | ২ X ৫০০ মেগাওয়াট |
নামফলক ধারণক্ষমতা | ১,০০০ মেগাওয়াট |
ক্ষমতা
সম্পাদনাএটির ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে।[১]
ইউনিট নং | উৎপাদন ক্ষমতা | কমিশন করা হয়েছে | স্থিতি |
---|---|---|---|
১ | ৫০০ মেগাওয়াট | ২০১৩ জুলাই | চলমান |
২ | ৫০০ মেগাওয়াট | ২০১৪ জুন | চলমান |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Damodar Valley Corporation"। Generating Units। DVC। ৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২০।