বিটুমিনাস

কয়লা কে ৩৪০° সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে তা বিউটিমিন এ পরিনত হয়

বিটুমিনাস হচ্ছে লিগনাইট কয়লার পরিবর্তিত রূপ। ধারণা করা হয়, মৃত গাছ-পালা ও উদ্ভিদজাত দ্রব্য হতে বিটুমিনাস কয়লা সৃষ্টি হতে ১৫ থেকে ২০ কোটি বছর লাগে।

বিটুমিনাস কয়লা

বিটুমিনাস কয়লার রং কালো।

কাঠিন্যতা

সম্পাদনা

এর কাঠিন্যতা ০.৫-২.৫ এবং আপেক্ষিক গুরুত্ব ১.০-১.৮।

কার্বনের পরিমাণ

সম্পাদনা

বিটুমিনাস কয়লায় ৬০-৮০ শতাংশ [] কার্বন থাকে।

ব্যবহার

সম্পাদনা

পোড়া কয়লা বা কোক (coke), গ্যাস কার্বন ও কোল গ্যাস উৎপাদনে বিটুমিনাস কয়লা ব্যবহৃত হয়।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা