কোকিল
কোকিল কুকুলিডি (Cuculidae) গোত্রের অন্তর্গত একদল পাখি। পৃথিবীব্যাপী কোকিলের প্রায় ২৬টি প্রজাতির খোঁজ পাওয়া গেছে। অধিকাংশ কোকিল লম্বা ও সরু গঠনবিশিষ্ট, এদের সামান্য বাঁকানো ঠোঁট, লম্বা লেজ এবং দীর্ঘ চোখা ডানা রয়েছে। উভয় পায়েই সামনে ও পেছনের দিকে দুটি করে আঙুল বিদ্যমান।[১] অধিকাংশ কোকিল বৃক্ষচর, তবে বেশ কয়েক প্রজাতির ভূচর কোকিলের খোঁজ পাওয়া গেছে। এরা মরু ও মেরু অঞ্চল বাদে প্রায় সমগ্র পৃথিবীজুড়ে বিস্তৃত; বিষুবীয় অঞ্চলে এদের উপস্থিতি প্রকট। বেশ কিছু প্রজাতি আবার স্বভাবে পরিযায়ী। পোকামাকড়, শুককীট ইত্যাদি এদের মূল খাদ্য। এছাড়া ফলমূলও খায়।
Cuckoos | |
---|---|
![]() | |
পান্না কোকিল (Chrysococcyx maculatus) | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Cuculiformes |
পরিবার: | Cuculidae Vigors, 1825 |
গণ | |
প্রায় ২৬টি, নিবন্ধ দেখুন |
কোকিল বাংলার একটি সুপরিচিত পাখি। এদের চমৎকার গান বসন্তকালকে মুখরিত করে রাখে। এরা বাসা পরজীবী, অর্থাৎ পরের বাসায় ডিম পেড়ে চলে যায়, তাই এদের আরেক নাম পরভৃত। বাংলা ভাষায় কোকিল নিয়ে বেশ কিছু বাগধারা চালু আছে, যেমন কোকিলকন্ঠী মানে হল মধুর গানের গলা বিশিষ্ট, আবার বসন্তের কোকিল মানে হল সুসময়ের বন্ধু।
শ্রেণীবিন্যাসসম্পাদনা
- উপশ্রেণী Cuculinae – বাসা পরজীবী কোকিল
- গণ Clamator (৪টি প্রজাতি)
- গণ Pachycoccyx – গোদাঠুঁটি কোকিল
- গণ Cuculus – সাধারণ কোকিল (প্রায় ১৫টি প্রজাতি)
- গণ Cercococcyx – লম্বালেজী কোকিল (৩টি প্রজাতি)
- গণ Cacomantis (৮টি প্রজাতি)
- গণ Chrysococcyx – তামা-পাপিয়া (১২টি প্রজাতি)
- গণ Rhamphomantis – লম্বাঠুঁটি কোকিল
- গণ Surniculus – ফিঙ্গেকোকিল (৪টি প্রজাতি)
- গণ Caliechthrus – ধলামুকুট কোকিল
- গণ Microdynamis – বামন কোকিল
- গণ Eudynamys – typical koels (২-৫টি প্রজাতি, একটি প্রাগৈতিহাসিক)[২]
- গণ Scythrops
- উপশ্রেণী Phaenicophaeinae – মালকোয়া ও কউয়া
- গণ Ceuthmochares
- গণ Rhinortha – Raffles's Malkoha
- গণ Phaenicophaeus – typical malkohas (১১টি প্রজাতি)
- গণ Carpococcyx – এশীয় ভূচর-কোকিল (৩টি প্রজাতি)
- গণ Coua – কউয়া (৯টি প্রজাতি, ১টি সম্প্রতি বিলুপ্ত)
- উপশ্রেণী Coccyzinae[৩] – American cuckoos
- গণ Coccyzus – (১৩টি প্রজাতি)
- গণ Coccycua – (৩টি প্রজাতি)
- গণ Piaya (২টি প্রজাতি)
- উপশ্রেণী Neomorphinae – নতুন বিশ্বের ভূচর-কোকিল
- গণ Tapera – দাগি কোকিল
- গণ Dromococcyx (২টি প্রজাতি)
- গণ Morococcyx – ছোট ভূচর-কোকিল
- গণ Geococcyx – রোডরানার (২টি প্রজাতি)
- গণ Neomorphus – নবক্রান্তীয় ভূচর-কোকিল (৫টি প্রজাতি)
- উপশ্রেণী Centropodinae – কুবো
- গণ Centropus (প্রায় ৩০টি প্রজাতি)
- উপশ্রেণী Crotophaginae – আনি
- গণ Crotophaga – প্রকৃত আনি (৩টি প্রজাতি)
- গণ Guira – গুইরা কোকিল
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে কোকিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
ইংরেজি ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |