কে হতে চায় কোটিপতি?

বাংলাদেশে প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান

কে হতে চায় কোটিপতি? হল যুক্তরাজ্যের গেম শো হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার?-এর উপর ভিত্তি করে তৈরি একটি বাংলাদেশী গেম শো। অনুষ্ঠানটি ১০ জুলাই ২০১১ সালে শুরু হয়। অনুষ্ঠানটি দেশ টিভিতে প্রচারিত হয়।[১]এতে উপস্থাপনা করেন আসাদুজ্জামান নূর[২]

কে হতে চায় কোটিপতি?
ধরন কুইজ অনুষ্ঠান
নির্মাতাডেল্টা বে বাংলাদেশ
অনুপ্রেরণাকৌন বনেগা ক্রোড়পতি
উপস্থাপকআসাদুজ্জামান নূর
সুরকারম্যাথিউ স্ট্রাচান
কিথ স্ট্রাচান
মূল দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৫২
নির্মাণ
প্রযোজকডেল্টা বে প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন প্রাই. লিমি.
ব্যাপ্তিকাল৬০ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কদেশ টিভি
ছবির ফরম্যাট৭২০পি (এইচডিটিভি)
মূল মুক্তির তারিখ১০ জুলাই ২০১১ (2011-07-10) –
২ নভেম্বর ২০১১ (2011-11-02)
ক্রমধারা
সম্পর্কিত অনুষ্ঠানকৌন বনেগা ক্রোড়পতি
হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার
বহিঃসংযোগ
ওয়েবসাইট

এটির মোট ৫২টি পর্ব প্রচারিত হয়। এটি প্রযোজনা করে ডেল্টা বে বাংলাদেশ এবং ডেল্টা বে ছিল বাংলাদেশে জন্য এই অনুষ্ঠানের অফিসিয়াল লাইসেন্সধারী।

অর্থ পুরস্কার সম্পাদনা

নং সঠিক উত্তর দিলে পাবে নিজ থেকে বের হয়ে গেলে পাবে ভুল উত্তর দিলে পাবে
৳১,০০০ ৳০ ৳০
৳২,০০০ ৳১,০০০ ৳০
৳৩,০০০ ৳২,০০০ ৳০
৳৫,০০০ ৳৩,০০০ ৳০
৳১০,০০০ (নিশ্চিত পাবে) ৳৫,০০০ ৳০
৳২০,০০০ ৳১০,০০০ ৳১০,০০০
৳৫০,০০০ ৳২০,০০০ ৳১০,০০০
৳১,০০,০০০ ৳৫০,০০০ ৳১০,০০০
৳২,০০,০০০ ৳১,০০,০০০ ৳১০,০০০
১০ ৳৪,০০,০০০ (নিশ্চিত পাবে) ৳২,০০,০০০ ৳১০,০০০
১১ ৳৭,৫০,০০০ ৳৩,৫০,০০০ ৳৪,০০,০০০
১২ ৳১৫,০০,০০০ ৳৭,৫০,০০০ ৳৪,০০,০০০
১৩ ৳৩০,০০,০০০ ৳১৫,০০,০০০ ৳৪,০০,০০০
১৪ ৳৫০,০০,০০০ ৳২০,০০,০০০ ৳৪,০০,০০০
১৫ ৳১,০০,০০,০০০ ৳৫০,০০,০০০ ৳৪,০০,০০০

উল্লেখযোগ্য প্রতিযোগী সম্পাদনা

এই অনুষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য তারকা অংশ নেন।

অতিথি বছর জয় করে টীকা
সাকিব খানঅপু বিশ্বাস ২০১১ ৳ ১২,৫০,০০ প্রথম তারকা অতিথি, একটি সংস্থার হয়ে খেলেন
চঞ্চল চৌধুরীনুসরাত ইমরোজ তিশা ২০১১ ৳ ১২,৫০,০০ দ্বিতীয় তারকা অতিথি, একটি সংস্থার হয়ে খেলেন
পার্থ বড়ুয়ানকীব খান ২০১১ ৳ ২৫,০০,০০ তৃতীয় তারকা অতিথি, একটি সংস্থার হয়ে খেলেন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'কে হতে চায় কোটিপতি' এবার বাংলাদেশে"banglanews24.com। ১৫ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১ 
  2. "বাংলাদেশে 'কে হতে চায় কোটিপতি'?"ডয়চে ভেলে। ৪ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১