কে হতে চায় কোটিপতি?
বাংলাদেশে প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান
কে হতে চায় কোটিপতি? হল যুক্তরাজ্যের গেম শো হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার?-এর উপর ভিত্তি করে তৈরি একটি বাংলাদেশী গেম শো। অনুষ্ঠানটি ১০ জুলাই ২০১১ সালে শুরু হয়। অনুষ্ঠানটি দেশ টিভিতে প্রচারিত হয়।[১]এতে উপস্থাপনা করেন আসাদুজ্জামান নূর।[২]
কে হতে চায় কোটিপতি? | |
---|---|
![]() | |
ধরন | কুইজ অনুষ্ঠান |
নির্মাতা | ডেল্টা বে বাংলাদেশ |
অনুপ্রেরণা | কৌন বনেগা ক্রোড়পতি |
উপস্থাপক | আসাদুজ্জামান নূর |
সুরকার | ম্যাথিউ স্ট্রাচান কিথ স্ট্রাচান |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৫২ |
নির্মাণ | |
প্রযোজক | ডেল্টা বে প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন প্রাই. লিমি. |
ব্যাপ্তিকাল | ৬০ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | দেশ টিভি |
ছবির ফরম্যাট | ৭২০পি (এইচডিটিভি) |
মূল মুক্তির তারিখ | ১০ জুলাই ২০১১ ২ নভেম্বর ২০১১ | –
ক্রমধারা | |
সম্পর্কিত অনুষ্ঠান | কৌন বনেগা ক্রোড়পতি হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
এটির মোট ৫২টি পর্ব প্রচারিত হয়। এটি প্রযোজনা করে ডেল্টা বে বাংলাদেশ এবং ডেল্টা বে ছিল বাংলাদেশে জন্য এই অনুষ্ঠানের অফিসিয়াল লাইসেন্সধারী।
অর্থ পুরস্কারসম্পাদনা
নং | সঠিক উত্তর দিলে পাবে | নিজ থেকে বের হয়ে গেলে পাবে | ভুল উত্তর দিলে পাবে |
---|---|---|---|
১ | ৳১,০০০ | ৳০ | ৳০ |
২ | ৳২,০০০ | ৳১,০০০ | ৳০ |
৩ | ৳৩,০০০ | ৳২,০০০ | ৳০ |
৪ | ৳৫,০০০ | ৳৩,০০০ | ৳০ |
৫ | ৳১০,০০০ (নিশ্চিত পাবে) | ৳৫,০০০ | ৳০ |
৬ | ৳২০,০০০ | ৳১০,০০০ | ৳১০,০০০ |
৭ | ৳৫০,০০০ | ৳২০,০০০ | ৳১০,০০০ |
৮ | ৳১,০০,০০০ | ৳৫০,০০০ | ৳১০,০০০ |
৯ | ৳২,০০,০০০ | ৳১,০০,০০০ | ৳১০,০০০ |
১০ | ৳৪,০০,০০০ (নিশ্চিত পাবে) | ৳২,০০,০০০ | ৳১০,০০০ |
১১ | ৳৭,৫০,০০০ | ৳৩,৫০,০০০ | ৳৪,০০,০০০ |
১২ | ৳১৫,০০,০০০ | ৳৭,৫০,০০০ | ৳৪,০০,০০০ |
১৩ | ৳৩০,০০,০০০ | ৳১৫,০০,০০০ | ৳৪,০০,০০০ |
১৪ | ৳৫০,০০,০০০ | ৳২০,০০,০০০ | ৳৪,০০,০০০ |
১৫ | ৳১,০০,০০,০০০ | ৳৫০,০০,০০০ | ৳৪,০০,০০০ |
উল্লেখযোগ্য প্রতিযোগীসম্পাদনা
এই অনুষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য তারকা অংশ নেন।
অতিথি | বছর | জয় করে | টীকা |
---|---|---|---|
সাকিব খান ও অপু বিশ্বাস | ২০১১ | ৳ ১২,৫০,০০ | প্রথম তারকা অতিথি, একটি সংস্থার হয়ে খেলেন |
চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা | ২০১১ | ৳ ১২,৫০,০০ | দ্বিতীয় তারকা অতিথি, একটি সংস্থার হয়ে খেলেন |
পার্থ বড়ুয়া ও নকীব খান | ২০১১ | ৳ ২৫,০০,০০ | তৃতীয় তারকা অতিথি, একটি সংস্থার হয়ে খেলেন |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "'কে হতে চায় কোটিপতি' এবার বাংলাদেশে"। banglanews24.com। ১৫ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১।
- ↑ "বাংলাদেশে 'কে হতে চায় কোটিপতি'?"। ডয়চে ভেলে। ৪ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১।