কে বি শানাপ্পা

ভারতীয় রাজনীতিবিদ

কমলার ভীমশা শানাপ্পা (জন্ম: ১৬ মে ১৯৩৮) কর্ণাটক রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ। ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে, তিনি ২০১২ সালে কর্ণাটক আইনসভার উচ্চকক্ষ, কর্ণাটক আইন পরিষদে মনোনীত হয়েছিলেন এবং ২০১৮ অবধি সদস্য ছিলেন। [১] ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত, তিনি ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছিলেন। [২] শানাপ্পা ১৯৯৯ সাল পর্যন্ত জনতা দলের সদস্য ছিলেন, পরে তিনি লোকশক্তিতে যোগ দিয়েছিলেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Legislative Council Members"। kla.kar.nic.in। ৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮ 
  2. "K.B. Shanappa files papers"The Hindu (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮ 
  3. "Shanappa quits JD to join Lok Shakthi"Rediff.com। ৪ ফেব্রুয়ারি ১৯৯৮। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা