কে আর পুরী ২০ আগস্ট ১৯৭৫ থেকে ২ মে ১৯৭৭ পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর [১] আরবিআইয়ের গভর্নর নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। [২]

তার সর্বশেষ স্বাক্ষর ভারতীয় রুপি ১,০০০ মূল্যমানের নোটে দেখা গেছে। এই নোট ১৯৭৮ সালে আইন স্বীকৃত অশুভ হিসাবে তুলে নেয়া হয়েছিল এবং ২০০০ সালে ২২ বছর পরে পুনরায় চালু করা হয়েছিল। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "K R Puri"। Reserve Bank of India। ১৬ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১৫ 
  2. "List of Governors"। Reserve Bank of India। ১৬ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-০৮ 
  3. Jain, Manik (২০০৪)। 2004 Phila India Paper Money Guide Book। Philatelia। পৃষ্ঠা 77।