এলআইসি (ভারতীয় জীবনবীমা নিগম)

ভারতীয় জীবন বীমা নিগম (ইংরেজি: Life Insurance Corporation of India সংক্ষেপে LIC) ভারতের মধ্যে সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা। সম্পূর্ণ ভারত সরকার-এর অধীনস্থ ভারতীয় জীবন বীমা নিগম সরকারের খরচের প্রায় ২৪.৬% পুঁজির যোগান দেয়। বর্তমানে এই সংস্থার স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৩.২৫ ট্রিলিয়ন টাকা[১]। ভারতীয় জীবন বীমা নিগমের স্থাপনা অধিমিয়মের দ্বারা হয়েছিল এবং একে ভারতের রাষ্ট্রপতি ১৮ জুন ১৯৫৬তে স্বীকৃতি প্রদান করেন। এই অধিনিয়ম ১ জুলাই ১৯৫৬ র থেকে লাগু করা হয় এবং ১ সেপ্টেম্বর ১৯৫৬ তে ভারতীয় জীবন বীমা নিগমের কাজকর্ম আরম্ভ হয়।

ভারতীয় জীবন বীমা নিগম
ধরনসরকারী নিগম
শিল্পবিত্তীয় সেবা
প্রতিষ্ঠাকাল১ সেপ্টেম্বর ১৯৫৬; ৬৭ বছর আগে (1 September 1956)
সদরদপ্তরমুম্বাই, ভারত
প্রধান ব্যক্তি
এস. কে. রয় (অধ্যক্ষ )
পণ্যসমূহজীবনস্বাস্থ্য বীমা, বিনিয়োগ প্রবন্ধন, mutual fund
মোট সম্পদ ১৩.২৫ ট্রিলিয়ন (US$ ১৬১.৯৬ বিলিয়ন) (2010)
মালিকভারত সরকার
কর্মীসংখ্যা
115,966 (2010)
অধীনস্থ প্রতিষ্ঠানLIC Housing Finance
LIC Cards Services
LIC Nomura Mutual Fund
ওয়েবসাইটwww.licindia.in

নিগমের মুখ্য কার্যালয় মুম্বাইতে অবস্থিত। বর্তমানে নিগমের ৮ টা ক্ষেত্রীয় কার্যালয়, ১১৩ টা মণ্ডল কার্যালয়, ২০৪৮ টা শাখা কার্যালয় এবং যথেষ্ট সংখ্যক উপ-শাখা কার্যালয় আছে। তারোপরি ৫৪টা গ্রাহক ক্ষেত্র, ২৫টা মহানগর আঞ্চলিক হাব, ১৩ লাখ ও অধিক ব্যক্তিগত অভিকর্তা ও যথেষ্ট সংখ্যক কর্পোরেট অভিকর্তা, রেফারাল অভিকর্তা, দালাল গোষ্ঠী ও বীমা ব্যাংক আছে।

ভারতীয় জীবন বীমা নিগমের মূল মন্ত্র হল 'যুগক্ষম বহাম্যহম', যার অর্থ হল 'আপনার কল্যাণের দায়িত্ব আমার' । এই মন্ত্রটি 'ভাগবত গীতা'র নবম অধ্যায়ের ২২ নং শ্লোক থেকে নেওয়া হয়েছে[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Telegraph - Calcutta (Kolkata) | Business | LIC seeks to pack greater funds punch"। Calcutta, India: Telegraphindia.com। ২০১০-০৩-০৮। ২০১০-১১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-৩০ 
  2. "Bhagavad-gita As It Is Chapter 9 Verse 22"। Vedabase.net। ২০১৩-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৬ 

বহিঃসংযোগ সম্পাদনা