কে. পি. সতীশ চন্দ্রন

ভারতীয় রাজনীতিবিদ

কেপি সতীশ চন্দ্রন ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী, ( সিপিআইএম), কেরলের কাসারগড়ের একজন রাজনৈতিক দলের নেতা। তিনি ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে কাসারগড় আসনের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। [১][২] এবং ২০০১ সালে কেরালা বিধানসভার বিধায়ক হিসাবে নির্বাচিত হন [৩] তিনি অর্থনীতি ও ইতিহাসে বিএ করেছেন। তিনি ভারতের ছাত্র ফেডারেশনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি মাদপ্পলি সরকারি কলেজ এসএফআই ইউনিট সেক্রেটারি ছিলেন। [৩] ডিওয়াইএফআই, কাসারগোদ জেলা কমিটির যুগ্ম সম্পাদক (১৯৮৪), সচিব (১৯৮৫-৯১) এবং সভাপতি (১৯৯১-৯৪), ১৯৯১ সাল থেকে, রাজ্য সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

তিনি পাত্তেনা, নীলেশ্বরমের কে কে গোভিদান নাম্বিয়ার এবং শ্রীমতি কুঞ্জু লক্ষ্মী আম্মার ঘরে জন্মগ্রহণ করেন ২৩ নভেম্বর ১৯৫৭ সালে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "They pitched in for 'dear classmate' Satheesh and rounded it off over a cup of tea"The New Indian Express। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৫ 
  2. "K.P.Sateesh Chandran winner in Trikaripur, Kerala Assembly Elections 1996: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates"Latestly (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৫ 
  3. "Members - Kerala Legislature"www.niyamasabha.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৫