কেএল মহেন্দ্র (নভেম্বর ১৯২২ – ১২ আগস্ট ২০০৭) একজন ভারতীয় ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন।

হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন, মহেন্দ্র ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি বন্দেমাতরম ধর্মঘটে অংশ নেন। এরপর তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এবং অবশেষে বর্ধমানে পড়ার জন্য চলে যান। ১৯৪২ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) তে যোগদান করেন, যা তাকে ট্রেড ইউনিয়নবাদী হতে উৎসাহিত করে। হায়দরাবাদে ফেরার আগে তিনি বার্নপুরআসানসোলে ইউনিয়ন সংগঠিত করেন। তেলেঙ্গানা বিদ্রোহে অংশ নিতে তিনি আন্ডারগ্রাউন্ডে গিয়েছিলেন এবং ১৯৫০ এর দশকের গোড়ার দিকে জেলে কিছু সময় কাটিয়েছিলেন।[১][২]

১৯৭০ সালে, মহেন্দ্র অন্ধ্র প্রদেশ বিধানসভায় নির্বাচিত হন, ১৯৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি সিঙ্গারেনি কোলিয়ারি শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ১৯৯৭ থেকে ২০০৪ পর্যন্ত সিপিআই-এর জাতীয় কার্যনির্বাহী পদে দায়িত্ব পালন করেন এবং ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের সভাপতি ছিলেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "K. L. Mahendra passes away"। ২০০৭: 15। 
  2. "39th Session of AITUC Thiruvananthapuram (Kerala)" (পিডিএফ)AITUC। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১