কেরলের বন্দর
(কেরালার বন্দর থেকে পুনর্নির্দেশিত)
কেরলে ১টি প্রধান বন্দর, ৩টি মধ্যবর্তী বন্দর এবং ১৪টি ছোট বন্দর রয়েছে। এই রাজ্যে মোট ৫৯০ কিমি উপকূল রেখা রয়েছে।
কোচি বন্দর হলো কেরলের প্রধান সমুদ্র বন্দর। এটি ভারতের প্রধান বন্দরগুলির অন্যতম। বন্দরটি কোচি শহরে অবস্থিত। এই বন্দেরই গড়ে উঠেছে দেশের একমাত্র ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল। এই রাজ্যে ভারত সরকারের জাহাজ মন্ত্রক একটি প্রধান বন্দর গড়ার কথা বলেছে। বন্দরটি ভিঝিনজামে গড়া হবে। এটি রাজ্যের রাজধানী ত্রিরুচিলাপল্লির কাছেই।[১]
বন্দরসমূহের তালিকা
সম্পাদনাক্রম | বন্দর | জেলা | বন্দরের প্রকার | Remarks |
---|---|---|---|---|
১ | ভিঝিনজাম বন্দর | ত্রিভান্দ্রম | প্রধান (নির্মীয়মান) | |
২ | ত্রিবানডুম | ত্রিবানডুম | ছোট বন্দর | |
৩ | কোল্লাম বন্দর | কোল্লাম জেলা | ছোট বন্দর | |
4 | নেডাকারা বন্দর | কোল্লাম জেলা | মধ্যবর্তী | |
৫ | আলেপ্পি বন্দর | আলাপ্পুঝা | মধ্যবর্তী | |
৬ | কায়ামকুলাম বন্দর | আলাপ্পুঝা | ছোট বন্দর | |
৭ | মানাক্কোডাম বন্দর | অল্লেপ্পে | ছোট বন্দর | |
৮ | কোচি বন্দর | এর্নাকুলাম | প্রধান বন্দর | |
৯ | মুনাম্বাম/কোদুঙ্গাল্লুর | থ্রিস্সুর | ছোট বন্দর | |
১০ | পোন্নানি বন্দর | মালাপ্পুরাম | ছোট বন্দর | |
১১ | বেপোরে বন্দর | কোঝিকোট | ছোট বন্দর | |
১২ | কালিকট বন্দর | কাঝিকোট | মধ্যবর্তী | |
১৩ | থ্যালাসেরি | কান্নুর | ছোট বন্দর | |
১৪ | কান্নুর বনওদর | কান্নুর | ছোট বন্দর | |
15 | Azhikkal | কান্নুর | ছোট বন্দর | |
১৬ | ডাসারগোড বন্দর | ডাসারগোড | ছোট বন্দর | |
১৭ | মানজেসয়ারাম বন্দর | ডাসারগোড | ছোট বন্দর | |
১৮ | নেলসয়ারাম বন্দর | ডাসারগোড | ছোট বন্দর |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Vizhinjam port"। About the port। ৬ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- Kerala ports ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ জানুয়ারি ২০১৯ তারিখে