কেরল কংগ্রেস (এম)

ভারতের রাজনৈতিক দল
(কেরল কংগ্রেস (মণি) থেকে পুনর্নির্দেশিত)

কেরল কংগ্রেস (মণি) বা কেরল কংগ্রেস বা মণি গ্রুপ হল ভারতের কেরল রাজ্যের একটি রাজ্য-স্তরের রাজনৈতিক দল, বর্তমানে চেয়ারম্যান জোস কে. মণি নেতৃত্ব দিচ্ছেন। এটি কে এম মণি ১৯৭৯ সালে কেরল কংগ্রেস থেকে বিভক্ত হওয়ার পরে গঠন করেছিলেন। তারা অক্টোবর ২০২০ থেকে বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) অংশ।[১][২]

ইতিহাস সম্পাদনা

১৯৭৯ সালে কেরল কংগ্রেস দলে বিভক্তির পরে কেরল কংগ্রেস (এম) গঠিত হয়েছিল।[৩] একাধিক বিভক্তি এবং একীভূত হওয়ার পর পিজে জোসেফের কেরল কংগ্রেস দল কেরল কংগ্রেস (এম) এর সাথে একীভূত হয়। ফ্রান্সিস জর্জ, ডক্টর কে সি জোসেফ, অ্যান্টনি রাজু এবং পিসি জোসেফ সহ কয়েকজন নেতা কেরল কংগ্রেস (এম) থেকে পদত্যাগ করলে এবং ২০১৬ সালে জনধিপত্য কেরল কংগ্রেস গঠন করলে এটি আবার বিভক্ত হয়। কেরল কংগ্রেস (এম) ২০১৬ সালে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ছেড়ে দেয়।[৪] ইউডিএফ-এর সাথে সমস্যাগুলি উল্লেখ করে এবং পুনর্মিলনের পর জুন ২০১৮-এ আবার যোগ দেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UDF expels Kerala Congress faction led by Jose K Mani"Deccan Herald (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৫ 
  2. "Kerala Congress (M) Jose K Mani faction joins LDF"The News Minute (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৫ 
  3. "Kerala Congress (M) (KEC(M))"Elections.in। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "Kerala Congress (Mani) ends 35-year alliance with United Democratic Front"scroll.in। ৩ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  • জি গোপা কুমার। "কেরালা: অ-পারফরম্যান্স এবং কংগ্রেসের দলাদলির বিরুদ্ধে রায়।" ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি, ভলিউম। 39, না। 51, 2004, পিপি। 5498-5501। জেস্টোর 4415940