জোসেফ কেভিন কিগান ওবিই (ইংরেজি: Kevin Keegan; জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৫১; কেভিন কিগান নামে সুপরিচিত)[] হলেন একজন প্রাক্তন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার।[] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাব লিভারপুল এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেলেছেন।

কেভিন কিগান
ওবিই
২০০৮ সালে নিউক্যাসেল ইউনাইটেডের ম্যানেজার হিসেবে কিগান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জোসেফ কেভিন কিগান
জন্ম (1951-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৫১ (বয়স ৭৩)
জন্ম স্থান আর্মথোর্প, ডনকাস্টার, ইংল্যান্ড
উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
যুব পর্যায়
ইনফিল্ড হাউজ ওয়াইসি
১৯৬৭–১৯৬৮ স্কানথোর্প ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬৮–১৯৭১ স্কানথোর্প ইউনাইটেড ১২৪ (১৮)
১৯৭১–১৯৭৭ লিভারপুল ২৩০ (৬৮)
১৯৭৭–১৯৮০ হামবুর্গার এসভি ৯০ (৩২)
১৯৮০–১৯৮২ সাউদাম্পটন ৬৮ (৩৭)
১৯৮২–১৯৮৪ নিউক্যাসেল ইউনাইটেড ৭৮ (৪৮)
১৯৮৫ ব্ল্যাকটাউন সিটি (১)
মোট ৫৯২ (২০৪)
জাতীয় দল
১৯৭২–১৯৮২ ইংল্যান্ড ৬৩ (২১)
পরিচালিত দল
১৯৯২–১৯৯৭ নিউক্যাসেল ইউনাইটেড
১৯৯৮–১৯৯৯ ফুলহ্যাম
১৯৯৯–২০০০ ইংল্যান্ড
২০০১–২০০৫ ম্যানচেস্টার সিটি
২০০৮ নিউক্যাসেল ইউনাইটেড
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ইংরেজ ফুটবল ক্লাব ইনফিল্ড হাউজ ওয়াইসির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে কিগান ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর স্কানথোর্প ইউনাইটেডের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ১৯৬৮–৬৯ মৌসুমে, স্কানথোর্প ইউনাইটেডের জ্যেষ্ঠ পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। স্কানথোর্প ইউনাইটেডে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ১২৪ ম্যাচে ১৮টি গোল করেছেন। অতঃপর ১৯৭১–৭২ মৌসুমে, ৪০ হাজার ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগদান করেন, যেখানে তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন। লিভারপুলের হয়ে সকল প্রতিযোগিতায় তিনি ৩২৩ ম্যাচে ১০০টি গোল করেছেন। পরবর্তীতে তিনি হামবুর্গার এসভি, সাউদাম্পটন এবং নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে খেলেছেন। সর্বশেষ ১৯৮৪–৮৫ মৌসুমে, তিনি নিউক্যাসেল ইউনাইটেড হতে ব্ল্যাকটাউন সিটিতে যোগদান করেছিলেন, যেখানে তিনি ১ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছেন।

১৯৭২ সালে, কিগান ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি ৬৩ ম্যাচে ২১টি গোল করেছেন। তিনি ১৯৮২ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।

ব্যক্তিগতভাবে, কিগান বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ১৯৭৮১৯৭৯ বালোঁ দর জয় অন্যতম;[][] এছাড়াও তিনি ফিফা ১০০-এ স্থান পেয়েছেন। দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, কিগান খেলোয়াড় হিসেবে সর্বমোট ১০টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৯টি লিভারপুলের হয়ে এবং ১টি হামবুর্গার এসভির হয়ে জয়লাভ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

খেলোয়াড়

সম্পাদনা

উৎস:[][]

ক্লাব, মৌসুম এবং প্রতিযোগিতা অনুযায়ী ম্যাচ এবং গোলসংখ্যা
ক্লাব মৌসুম লিগ কাপ লিগ কাপ মহাদেশীয় মোট
বিভাগ ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল
স্কানথোর্প ইউনাইটেড ১৯৬৮–৬৯ চতুর্থ বিভাগ ৩৩ ৩৫
১৯৬৯–৭০ ৪৬ ৫৪
১৯৭০–৭১ ৪৫ ১০ ৫২ ১১
মোট ১২৪ ১৮ ১৪ ১৪১ ২২
লিভারপুল ১৯৭১–৭২ প্রথম বিভাগ ৩৫ ৪২ ১১
১৯৭২–৭৩ ৪১ ১৩ ১১ ৬৪ ২২
১৯৭৩–৭৪ ৪২ ১২ ৬১ ১৯
১৯৭৪–৭৫ ৩৩ ১০ ৪১ ১২
১৯৭৫–৭৬ ৪১ ১২ ১১ ৫৭ ১৬
১৯৭৬–৭৭ ৩৮ ১২ ৫৬ ২০
মোট ২৩০ ৬৮ ২৮ ১৪ ২৩ ৪০ ১২ ৩২১ ১০০
হামবুর্গার এসভি ১৯৭৭–৭৮ বুন্দেসলিগা ২৫ ৩৩ ১২
১৯৭৮–৭৯ ৩৪ ১৭ ৩৫ ১৭
১৯৭৯–৮০ ৩১ ৪৩ ১১
মোট ৯০ ৩২ ২৩ ১৩ ১১১ ৪০
সাউদাম্পটন ১৯৮০–৮১ প্রথম বিভাগ ২৭ ১১ ৩২ ১২
১৯৮১–৮২ ৪১ ২৬ ৪৮ ৩০
মোট ৬৮ ৩৭ ৮০ ৪২
নিউক্যাসেল ইউনাইটেড ১৯৮২–৮৩ দ্বিতীয় বিভাগ ৩৭ ২১ ৪১ ২১
১৯৮৩–৮৪ ৪১ ২৭ ৪৪ ২৮
মোট ৭৮ ৪৮ ৮৫ ৪৯
ব্ল্যাকটাউন সিটি ১৯৮৫ ন্যাশনাল সকার লিগ
সর্বমোট ৫৯২ ২০৪ ৫৮ ২৩ ৩৬ ৫৭ ১৮ ৮৩২ ২৯৬

আন্তর্জাতিক

সম্পাদনা

উৎস:[][]

ইংল্যান্ড জাতীয় দল
সাল ম্যাচ গোল
১৯৭২
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
১৯৭৬
১৯৭৭
১৯৭৮
১৯৭৯
১৯৮০
১৯৮১
১৯৮২
সর্বমোট ৬৩ ২১

ম্যানেজার

সম্পাদনা
৩০ নভেম্বর ২০১৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল যোগদানের তারিখ পদত্যাগের তারিখ পরিসংখ্যান
ম্যাচ জয় ড্র হার জয় %
নিউক্যাসেল ইউনাইটেড ৫ ফেব্রুয়ারি ১৯৯২ ৮ জানুয়ারি ১৯৯৭ ২৫১ ১৩৮ ৫১ ৬২ ৫৪.৯৮
ফুলহ্যাম ৭ মে ১৯৯৮ ৯ মে ১৯৯৯ ৬১ ৩৮ ১২ ১১ ৬২.৩০
ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি ১৯৯০ ৭ অক্টোবর ২০০০ ১৮ ৩৮.৮৯
ম্যানচেস্টার সিটি ২৪ মে ২০০১ ১১ মার্চ ২০০৫ ১৭৬ ৭৭ ৩৯ ৬০ ৪৩.৭৫
নিউক্যাসেল ইউনাইটেড ১৬ জানুয়ারি ২০০৮ ৪ সেপ্টেম্বর ২০০৮ ২২ ৩১.৮২
সর্বমোট ৫২৮ ২৬৭ ১১৫ ১৪৬ ৫০.৫৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chalk, Gary; Holley, Duncan; Bull, David (২০১৩)। All the Saints: A Complete Players' Who's Who of Southampton FC। Southampton: Hagiology Publishing। পৃষ্ঠা 367। আইএসবিএন 978-0-9926-8640-6 
  2. "Kevin Keegan factfile"। BBC। ৭ অক্টোবর ২০০০। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০০৬ 
  3. "Palmarès Ballon d'Or - 1978 - Kevin Keegan"France Football। ৮ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০ 
  4. "Palmarès Ballon d'Or - 1979 - Kevin Keegan"France Football। ৮ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০ 
  5. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "কেভিন কিগান"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১১ 
  6. Arnhold, Matthias। "Joseph Kevin Keegan – International Appearances"Rec.Sport.Soccer Statistics Foundation। Rec.Sport.Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১২ 

বহি:সংযোগ

সম্পাদনা