কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতাল হল একটি বেসরকারি/পিপিপি মডেলের মেডিকেল কলেজ, যা কলকাতার যাদবপুরে অবস্থিত। কলেজটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। [১] এটি পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ। বর্তমানে কলেজটিতে প্রতিবছর ১৫০ জন শিক্ষার্থীর এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ রয়েছে রয়েছে। কলেজটি বিভিন্ন বিষয়ে এমডি/এমএস কোর্স অফার করে।
ধরন | মেডিকেল কলেজ |
---|---|
স্থাপিত | ২০০৬ |
অধ্যক্ষ | ডাঃ গৌতম কে. জোয়ার্দার |
অবস্থান | , , ভারত ২২°২৯′৩৬″ উত্তর ৮৮°২২′২৩″ পূর্ব / ২২.৪৯৩২৪৮° উত্তর ৮৮.৩৭৩১৪৪° পূর্ব |
অধিভুক্তি | পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www |
সংস্থা ও প্রশাসন
সম্পাদনাশাসন
সম্পাদনাকলেজ ও হাসপাতালটি কেপিসি চ্যারিটেবল ট্রাস্ট ও পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অর্থায়ন ও পরিচালিত হয়।
বিভাগসমূহ
সম্পাদনাকেপিসি মেডিকেল কলেজের বিভাগগুলির নিম্নরূপ:[২]
- অ্যানেস্থেসিওলজি বিভাগ
- অ্যানাটমি বিভাগ
- বায়োকেমিস্ট্রি বিভাগ
- ক্লিনিক্যাল ডায়েটিক্স এবং কমিউনিটি নিউট্রিশন বিভাগ
- কমিউনিটি মেডিসিন বিভাগ
- দন্তচিকিৎসা বিভাগ
- চর্মরোগ ও ভিএন্ডএল বিভাগ
- ইএনটি বিভাগ (কান, নাক এবং গলা)
- জেনারেল মেডিসিন বিভাগ
- জেনারেল সার্জারি বিভাগ
- প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ
- চক্ষুবিদ্যা বিভাগ
- অর্থোপেডিকস বিভাগ
- শিশুরোগ বিভাগ
- রেডিওলজি বিভাগ
- পালমোনারি মেডিসিন বিভাগ
- মাইক্রোবায়োলজি বিভাগ
- প্যাথলজি বিভাগ
- ফার্মাকোলজি বিভাগ
- ফিজিওলজি বিভাগ
- মনোরোগবিদ্যা বিভাগ
- ফরেনসিক মেডিসিন বিভাগ
শিক্ষা বিষয়ক
সম্পাদনাভর্তি
সম্পাদনাএই কলেজে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট - ইউজি (নিট-ইউজি) দ্বারা ৫০ টি সরকারি কোটার আসন এবং ৭৭ টি ম্যানেজমেন্ট কোটার আসনের জন্য কেন্দ্রীয় কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। ২৩টি আসনের জন্যও এনআরআই ভর্তির ব্যবস্থা রয়েছে, বর্তমানে কলেজটি মোট ১৫০ জন শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার সক্ষমতা রয়েছে। কলেজটি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সঙ্গে অধিভুক্ত[৩] এবং জাতীয় মেডিকেল কমিশন দ্বারা স্বীকৃত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "LINKS to our INSTITUTIONS Medical Colleges under WBUHS"। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "KPC Medical College and Hospital"। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Distribution of Seats in MBBS/BDS in West Bengal" (পিডিএফ)। ১৭ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।