কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়
কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয় হল ওহাইও অঙ্গরাজ্যের কেন্ট শহরে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়।[৬] উত্তর ওহাইওতে বিশ্ববিদ্যালয়টির সাতটি আঞ্চলিক ক্যাম্পাস রয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিধি রয়েছে। আঞ্চলিক ক্যাম্পাসগুলো অ্যাশটাবুলা, বার্টন, ইস্ট লিভারপুল, জ্যাকসন টাউনশিপ, নিউ ফিলাডেলফিয়া, সালেম ও ওয়ারেনে অবস্থিত এবং ইন্ডিপেন্ডেন্সের ক্লিভল্যান্ডে, ওহাইওর টুইন্সবার্গে, নিউ ইয়র্ক সিটিতে ও ইতালির ফ্লোরেন্সে অতিরিক্ত পরিধি রয়েছে।
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২৭ সেপ্টেম্বর ১৯১০[১] |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | এপিএলইউ ওহাইওর বিশ্ববিদ্যালয় পদ্ধতি |
বৃত্তিদান | $১৩৮ মিলিয়ন (২০১৮)[২] |
সভাপতি | বেভারলি ওয়ারেন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২,৬২৩ (সকল ক্যাম্পাস)[৩] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৬,৮২২ (সকল ক্যাম্পাস)[৩] |
শিক্ষার্থী | ২৮,৯৭২ (কেন্ট) ৩৯,৩৬৭ (সকল ক্যাম্পাস) |
স্নাতক | ২৩,৬৮৪ (কেন্ট) ৩৩,৫৬৮ (সকল ক্যাম্পাস) |
স্নাতকোত্তর | ৫,৭৯৯ (কেন্ট) |
অবস্থান | , , ৪১°০৮′৪৯″ উত্তর ৮১°২০′৩৬″ পশ্চিম / ৪১.১৪৬৯৪° উত্তর ৮১.৩৪৩৩৩° পশ্চিম |
শিক্ষাঙ্গন | উপশহর কলেজ টাউন ৮৬৬ একর (৩৫০ হেক্টর) (মূল ক্যাম্পাস)[৪] |
পোশাকের রঙ | নীল ও সোনালি[৫] |
সংক্ষিপ্ত নাম | সোনালি ফ্ল্যাশ |
ক্রীড়ার অধিভুক্তি | এনসিএএ ডিভিশন ওয়ান – ম্যাক |
মাসকট | ফ্ল্যাশ, সোনালি ঈগল |
ওয়েবসাইট | www |
বিশ্ববিদ্যালয়টি ১৯১০ সালে শিক্ষকদের প্রশিক্ষণ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯১২ সালে কেন্ট শহরের বিভিন্ন স্থানে ও সাময়িক ভবনে প্রথম পাঠদান শুরু হয় এবং পরের বছর মূল ক্যাম্পাসের প্রথম ভবন চালু হয়। তখন থেকে বিশ্ববিদ্যালয়টি একাধিক পাঠদান কার্যক্রম, কলা ও বিজ্ঞানে স্নাতক প্রোগ্রাম চালু করে, এবং গবেষণার সুযোগ প্রদান করে। ১৯৬০-এর দশকের শেষভাগ থেকে ১৯৭০-এর দশকের শুরুতে বিশ্ববিদ্যালয়টি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার বিপক্ষে শিক্ষার্থীদের সক্রিয়তার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিতি অর্জন করে।
বিভাগ
সম্পাদনাকেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো হল
- বিমানচালনবিদ্যা ও প্রকৌশল
- স্থাপত্য ও পরিবেশ
- কলা
- কলা ও বিজ্ঞান
- ব্যবসায় প্রশাসন
- যোগাযোগ ও তথ্য
- শিক্ষা, স্বাস্থ্য, ও মানবসেবা
- নার্সিং
- পোডিয়াট্রিক মেডিসিন
- গণস্বাস্থ্য
ছাত্রাবাস
সম্পাদনাকেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে ২৫টি ছাত্রাবাস রয়েছে। সবকয়টি ছাত্রাবাস কেন্টের মূল ক্যাম্পাসে অবস্থিত। প্রতিটি ছাত্রাবাস আবার বড় দলের অন্তর্ভুক্ত, যার সাধারণ নাম বা কেন্দ্রীয় অঞ্চল রয়েছে। সেগুলো হল:
- টুইন টাওয়ার্স - বিয়াল ও ম্যাকডোয়েল
- ট্রাই-টাওয়ার্স - কুন্স, লিব্রিক, রাইট ও কর্ব
- লুপ রোড - ভ্যান ক্যাম্পেন
- ইস্টওয়ে - অ্যালিন, ক্লার্ক, ফ্লেচার ও ম্যানচেস্টার
- নিউ ফ্রন্ট - প্রেন্টিস, ভার্ডার, ডানবার, ও এঙ্গলম্যান
- সেন্টেনিয়াল কোর্ট - 'এ - এফ' দিয়ে শুরু হওয়ার ছয়টি ভবন
- কোয়াড - লেক, ওলসন, জনসন, ও স্টোফার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "A History of Kent State University" (পিডিএফ)। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯।
- ↑ "NCSE Public Tables Endowment Market Values" (PDF)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯।
- ↑ ক খ "FlashFacts - Fall 2014" (পিডিএফ)। কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়। নভেম্বর ১, ২০১৪। সেপ্টেম্বর ১০, ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯।
- ↑ "Kent State University At a Glance"। পিটারসন্স। ডিসেম্বর ১৫, ২০০৭। জানুয়ারি ৩১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;colors
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Carnegie Classifications | Institution Lookup"। কার্নেগি ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯।