কেডিই অ্যাপ্লিকেশন

কেডিই অ্যাপলিকেশন বান্ডিল হলো এক সেট অ্যাপলিকেশন ও সমর্থন দেয়া লাইব্রেরি যেগুলো কেডিই কম্যুনিটি দ্বারা ডিজাইন করা হয়েছে, প্রাথমিকভাবে লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম সমূহে ব্যবহার করা হয় তবে অধিকাংশ ক্ষেত্রে অন্যান্য প্ল্যাটফর্মেও ব্যবহার করা যায়। পূর্বে কেডিই অ্যাপলিকেশন বান্ডিল কেডিই সফটওয়্যার সংকলনের অংশ ছিলো। বান্ডিলটি প্রায় ১০০-এরও বেশি অ্যাপলিকেশনের সমষ্টিতে গড়ে উঠেছে এবং কেডিই প্ল্যাটফর্ম ৪ থেকে কেডিই ফ্রেমওয়ার্ক ৫-এ পোর্ট হওয়ার প্রক্রিয়ায় আছে। বিশিষ্ট অ্যাপলিকেশন সমূহের মধ্যে আছে ফাইল ব্যবস্থাপক ডলফিন, ডকুমেন্ট প্রদর্শক ওকুলার, টেক্সট সম্পাদক ক্রট, আর্কাইভিং সরঞ্জাম আর্ক ও টার্মিনাল ইমুলেটর কনসোল।

কেডিই অ্যাপ্লিকেশন
মূল উদ্ভাবককেডিই
উন্নয়নকারীকেডিই
প্রাথমিক সংস্করণ১৭ ডিসেম্বর ২০১৪; ৯ বছর আগে (2014-12-17)[]
স্থিতিশীল সংস্করণ
১৮.০৮.২
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি++, কিউএমএল
অপারেটিং সিস্টেমগ্নু/লিনাক্স, ফ্রিবিএসডি
ধরন
লাইসেন্সগ্নু লেসার জেনারেল পাবলিক লাইসেন্স
ওয়েবসাইটwww.kde.org

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "KDE Ships KDE Applications 14.12.0"কেডিই। ২০১৪-০৭-১৫। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯