কৃষ্ণ পর্বত (সৌদি আরব)

কৃষ্ণ পর্বত হচ্ছে সৌদি আরবের জাজন প্রদেশের জাজনে অবস্থিত একটি পর্বত। এটি সৌদি আরবের পশ্চিমে ও জাজন প্রদেশের পূর্বে অবস্থিত।

সাওর পর্বত
নামকরণ
স্থানীয় নামالجبل الأسود {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: প্যারামিটারের মান ত্রুটিপূর্ণ (সাহায্য)
ভূগোল
অবস্থানসৌদি আরব

নামকরণ

সম্পাদনা

ঘন গাছপালার আবরণের কারণে পাহাড়টিকে দূর থেকে কালো রঙের দেখায়, এটি থেকেই পাহাড়টির নাম এসেছে বলে ধারণা করা হয়।

অধিবাসী

সম্পাদনা

পাহাড়ের দৈর্ঘ্য প্রায় ১৮০০ মিটার। দুই হাজারেরও বেশি লোকের বসবাস এ পাহাড়ের পাদদেশে। যাদের বেশিরভাগ কৃষি কাজ করে এবং গবাদি পশু চরায়। এদের পোশাকে রয়েছে প্রকৃতির ছোঁয়া।[১]

তথ্যসূত্র

সম্পাদনা