কৃষ্ণচন্দ্র মহাবিদ্যালয়
কৃষ্ণচন্দ্র কলেজ, সাধারণত হেতমপুর কলেজ নামে পরিচিত, ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত,[১] ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার হেতমপুরে অবস্থিত একটি সরকারি-অধিভুক্ত মহাবিদ্যালয়। এটিকে বীরভূম তথা অবিভক্ত বাংলার প্রাচীনতম গ্রামীণ মহাবিদ্যালয় হিসেবে দাবি করা হয়। এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং এখানে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগে শিক্ষা প্রদান করা হয়। [২]
অন্যান্য নাম | হেমতপুর কলেজ |
---|---|
নীতিবাক্য | জ্ঞান যেথা মুক্ত |
ধরন | Undergraduate college Public college |
স্থাপিত | ১৮৯৭ |
অধিভুক্তি | বর্ধমান বিশ্ববিদ্যালয় |
সভাপতি | ড. আশিষ বন্দ্যোপাধ্যায় |
অধ্যক্ষ | ড. গৌতম চট্টোপাধ্যায় |
অবস্থান | , , ৩১১২৪ , ২৩°৪৬′৪০″ উত্তর ৮৭°২৩′৫১″ পূর্ব / ২৩.৭৭৭৮৫৩৫° উত্তর ৮৭.৩৯৭৪০৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | কৃষ্ণচন্দ্র মহাবিদ্যালয় |
ইতিহাস
সম্পাদনামহারাজা রামরঞ্জন চক্রবর্তীর স্ত্রী মহারাণী পদ্মাসুন্দরী দেবী ১৮৯৬ সালে তাঁর শ্বশুর রাজা কৃষ্ণচন্দ্রের নামে এই মহাবিদ্যালয়টির প্রতিষ্ঠা করেন।[৩] এই মহাবিদ্যালয়টি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার হেতমপুর গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি প্রাথমিকভাবে একটি আন্তঃমাধ্যমিক মহাবিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হলেও, পরে ১৯৫৬ সালে এই মহাবিদ্যালয়টি স্নাতক ডিগ্রি কোর্স প্রদানের অনুমতি পায়। বর্তমানে এই কলেজটি বিজ্ঞান, কলা এবং বাণিজ্যের বিভিন্ন শাখায় স্নাতক ডিগ্রি কোর্স প্রদান করে।
বিভাগসমূহ
সম্পাদনাবিজ্ঞান
সম্পাদনা- রসায়ন
- পদার্থবিদ্যা
- গণিত
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
কলা ও বাণিজ্য
সম্পাদনা- বাংলা
- ইংরেজি
- সংস্কৃত
- ইতিহাস
- ভূগোল
- রাষ্ট্রবিজ্ঞান
- দর্শন
- শিক্ষা
- অর্থনীতি
- বাণিজ্য
এনএসএস বিভাগ
এনসিসি বিভাগ
তফসিলি জাতি (SC), তপসিলি উপজাতি (ST) ও সংখ্যালঘুদের জন্য প্রতিকারমূলক কোচিং বিভাগ।
স্বীকৃতি
সম্পাদনামহাবিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত। এই কলেজটি রাষ্ট্রীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ (NAAC) দ্বারা স্বীকৃত ছিল এবং বি গ্রেডে ভূষিত হয়েছিল।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Krishna Chandra College - 2023 Admission, Fees, Courses, Ranking, Placement"। CollegeDekho (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬।
- ↑ "Affiliated College of University of Burdwan"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "KRISHNA CHANDRA COLLEGE, BIRBHUM"।