কৃষি বিভাগ (পশ্চিমবঙ্গ)
(কৃষি মন্ত্রক (পশ্চিমবঙ্গ) থেকে পুনর্নির্দেশিত)
কৃষি বিভাগ হল পশ্চিমবঙ্গ সরকারের একটি বিভাগ।[১] এই বিভাগ কৃষিকাজের উন্নতি, কৃষি পণ্যের রফতানির সুযোগ তৈরি এবং কৃষকদের কল্যাণে কাজ করে।[১] এই বিভাগ কৃষি উৎপাদন ও উৎপাদন বৃদ্ধি-সংক্রান্ত নীতিনির্ধারণ, কৃষি প্রযুক্তির প্রয়োগ, কৃষকদের বীজ, সার, ভর্তুকি ও ঋণ ইত্যাদি প্রদান, মাটি পরীক্ষা, মাটি সংরক্ষণ, বীজ পরীক্ষা, বীজ সার্টিফিকেট প্রদান, পরিকল্পিত উৎপাদন, সার ও কীটনাশকের মান নিয়ন্ত্রণ ইত্যাদির দায়িত্বপ্রাপ্ত।
বিভাগ রূপরেখা | |
---|---|
যার এখতিয়ারভুক্ত | পশ্চিমবঙ্গ সরকার |
সদর দপ্তর | মহাকরণ, কলকাতা |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
ওয়েবসাইট | matirkatha |
মন্ত্রিপরিষদ
সম্পাদনাকৃষি বিভাগের দায়িত্বে থাকেন একজন ক্যাবিনেট মন্ত্রী। সরকারি আধিকারিকরা মন্ত্রীর দফতর ও বিভাগকে কাজে সহায়তা করেন।[১]
পশ্চিমবঙ্গের বর্তমান কৃষিমন্ত্রী হলেন আশিষ ব্যানার্জি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Official Departmental Website of the Ministry of Agriculture ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ এপ্রিল ২০১৪ তারিখে Government of West Bengal (2011-05-25)