কুলদীপ সিং ধিংরা হলেন একজন ভারতীয় উদ্যোক্তা, প্রবর্তক এবং বার্জার পেইন্টসের চেয়ারম্যান। কুলদীপ ১০০ ধনী ভারতীয় এবং ফোর্বস বিশ্বব্যাপী ধনকুবেরদের মধ্যে রয়েছেন। [১] ফোর্বস অনুসারে তার বর্তমানে ৯.৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে। (২০ জুন ২০২১ অনুযায়ী)

কুলদীপ সিং ধিংরা
জন্ম
নাগরিকত্বভারতীয়
মাতৃশিক্ষায়তনদিল্লি বিশ্ববিদ্যালয়

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

কুলদীপ জন্ম ভারতের পাঞ্জাবের অমৃতসরে একটি শিখ পাঞ্জাবি অরোরা ব্যবসায়ী পরিবারে ১৯৪৭ সালে। তাঁর দাদা ১৮৯৮ সালে অমৃতসরে রঙের ব্যবসা শুরু করেছিলেন। কুলদীপ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। [২]

বার্জার পেইন্টস সম্পাদনা

১৯৯১ সালে কুলদীপ তার ভাই গুরবচন সিং ধিংড়ার সাথে বিজয় মাল্যের ইউবি গ্রুপ থেকে বার্জার পেইন্টস কিনেছিলেন। [৩]

পরিবার সম্পাদনা

কুলদীপ মিতা ধিংড়াকে বিয়ে করেছেন এবং তার তিন সন্তান রয়েছে। পুরো পরিবার নতুন দিল্লিতে থাকে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The World Billionaires"Forbes। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  2. "Dhingra Brothers Of Berger Paints Enter Ranks Of India's Richest As Shares Soar"Forbes। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫ 
  3. "The Dhingras of Berger Paints Stay Away from What They Know Best"Forbes। ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৫