কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল

বাংলাদেশের একটি হাসপাতাল

কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, বা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল কিংবা কুয়েত মৈত্রী হাসপাতাল বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি সরকারি হাসপাতাল। কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির অর্থায়নে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার নির্ধারিত করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য এটিই প্রথম হাসপাতাল।[২][৩][৪][৫]

কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল
মানচিত্র
ভৌগোলিক অবস্থান
অবস্থানউত্তরা, ঢাকা, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫২′১৪″ উত্তর ৯০°২৪′১৩″ পূর্ব / ২৩.৮৭০৪৩২° উত্তর ৯০.৪০৩৬৪৭° পূর্ব / 23.870432; 90.403647
সংস্থা
ধরনসরকারি
পৃষ্ঠপোষকস্বাস্থ্য মন্ত্রালয়
পরিষেবা
শয্যা২০০টি
ইতিহাস
নির্মাণ শুরু১৯৯২[১]
চালু১০ জুন ২০০১; ২২ বছর আগে (10 June 2001)

অবস্থান সম্পাদনা

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরের ঈশা খাঁ এভিনিউতে অবস্থিত। রাজউক উত্তরা মডেল কলেজের পিছনে এই হাসপাতালটি অবস্থিত।[৬][৭]

ইতিহাস সম্পাদনা

২০০১ সালের ১০ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি উদ্বোধন করেন। ২০০২ সালে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি আর্থিক সংকটের কারণ দেখিয়ে এই হাসপাতাল থেকে তাদের অনুদান বন্ধ করে দেয়।

২০০২ সালের ১৮ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিকে এক চুক্তির মাধ্যমে আমেরিকান হসপিটাল কনসোর্টিয়ামের কাছে দায়িত্ব হস্তান্তর করেছিল। চুক্তির অন্যতম শর্ত ছিল ২০০৮ সালের ৩০ জুনের মধ্যে হাসপাতালটিকে আন্তর্জাতিক মানের উন্নীত করা। কিন্ত আমেরিকান হসপিটাল কনসোর্টিয়াম সেটা করতে ব্যর্থ হয়েছিল। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটিকে সরকারি ব্যবস্থাপনায় নিবার জন্য আদালতের শরণাপন্ন হলে লিজ চুক্তি বাতিলের বিষয়টি ঝুলে যায়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় হাসপাতালটি পুনরায় চালু করা হয়।[৬] ২০১৬ সালের জুনে হাসপাতালটির দায়িত্ব কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হাতে ছেড়ে দেওয়া হয়। দুই বছর পর স্বাস্থ্য মন্ত্রণালয় এই হাসপাতালের জন্য নতুন পরিচালক নিয়োগ করেন। একই বছরের ডিসেম্বর ১০০ শয্যা বিশিষ্ট অভ্যন্তরীণ পরিষেবা চালু করা হয়।[১]

জনবল ও সেবা সম্পাদনা

২০২০ সালের মে মাসের তথ্য অনুসারে হাসপাতালে ২০০টি শয্যা ব্যবস্থা আছে। ২৮টি আইসিইউ সুবিধা বিশিষ্ট শয্যা আছে। হাসপাতালে ৯৫ জন চিকিৎসক এবং ১১৩ জন নার্স আছে।[৫] এই হাসপাতালে তিন জন আয়ুর্বেদিক চিকিৎসক দায়িত্বরত আছেন।[৮] এখানে অপারেশন থিয়েটার, আইসিইউ, পরীক্ষা-নিরীক্ষা বিভাগ, কেবিন, ওয়ার্ড, বহির্বিভাগ ও জরুরি বিভাগসহ প্রায় ২২টি বিভাগে বিভিন্ন সেবা প্রদান করা হয়ে থাকে।[৭]

অবকাঠামো সম্পাদনা

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি তিন একর জায়গা জুড়ে অবস্থিত। হাসপাতালটি সাত তলা বিশিষ্ট ভবন।[৫][১]

করোনাকালীন ভূমিকা সম্পাদনা

বাংলাদেশ সরকার সর্বপ্রথম এই হাসপাতালটিকে করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য নির্ধারণ করে।[৫][৯] বাংলাদেশে করোনাভাইরাস চিকিৎসার জন্য এই হাসপাতালটি অন্যতম প্রধান কেন্দ্র হিশেবে পরিচিত।[১০][১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ahmed, Md Foisal (২৫ জুন ২০১৯)। "Potential unfulfilled in 18 years"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২১ 
  2. "সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ছাড়াই কোভিড ডেডিকেটেড হাসপাতাল!"বাংলা ট্রিবিউন। ২৫ এপ্রিল ২০২০। ২০২০-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  3. "অবকাঠামো ঠিক হলেও চিকিৎসায় বেতাল!"কালের কণ্ঠ। ৯ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  4. হক, মাসউদুল (২০২০-০৩-০৯)। "করোনা আক্রান্তদের জন্য কুয়েত-মৈত্রী হাসপাতাল: স্বাস্থ্যমন..."unb.com.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  5. "কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে অর্ধেকের বেশি শয্যা ফাঁকা"বাংলানিউজ২৪। ২৪ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  6. "রোগীদের ঠাঁই হবে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে"রোগীদের ঠাঁই হবে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। ১০ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  7. "বিদেশে লাখ টাকার চিকিৎসা এখন দেশেই ১০ টাকায়"আলোকিত ভোলা। ২৪ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  8. "কুয়েত মৈত্রী হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত"বাংলাদেশ প্রতিদিন। ১৬ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  9. "করোনা আক্রান্তদের জন্য কুয়েত-মৈত্রী হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী"দৈনিক সমকাল। ৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  10. আক্তার, সাইয়েদা (২০২০-০৪-০৮)। "ভয়ে পালিয়েছেন হোটেলের রাঁধুনি, বিপাকে কুয়েত-মৈত্রীর ডাক্তাররা"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  11. "ঢাকায় যেসব হাসপাতালে করোনার চিকিৎসা"somoynews.tv। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭