কুয়েতি দিনার

কুয়েতের মুদ্রা

কুয়েতি দিনার (আরবি: دينار كويتي, code: KWD) হল কুয়েতের মুদ্রা। এটি ১০০টি উপবিভাগে বিভক্ত।[২]

কুয়েতি দিনার
কুয়েতের ১ দিনার ব্যাংক নোট (ষষ্ঠ সংস্করণ)
আইএসও ৪২১৭
কোডKWD
একক
উপ-ইউনিট
১,০০০ফিলস
প্রতীক د.ك অথবা KD
ব্যাংকনোট
 বহুল ব্যবহৃত কুয়েতি দিনার, কুয়েতি দিনার, ১ কুয়েতি দিনার, ৫ কুয়েতি দিনার, ১০ কুয়েতি দিনার, ২০ কুয়েতি দিনার
কয়েন
 বহুল ব্যবহৃত৫, ১০, ২০, ৫০, ১০০ ফিলস
বিবরণ
ব্যবহারকারী Kuwait
প্রচলন
কেন্দ্রীয় ব্যাংককুয়েতের কেন্দ্রীয় ব্যাংক
 উৎসwww.cbk.gov.kw
মূল্যনিরূপণ
মুদ্রাস্ফীতি১.৫%
 উৎস The World Factbook, 2017 est.
এটির সাথে স্থিরীকৃতঅপ্রকাশিত মুদ্রা ঝুড়ি[১]
$১ মার্কিন ডলার = ০.২৯৯৬৩ কুয়েতি দিনার

২০২২ সাল নাগাদ, কুয়েতি দিনারের মূল্যমান সর্বাধিক, যেখানে ১ কুয়েতি দিনার সমান ৩.৩২ মার্কিন ডলার, যা বাহরাইনি দিনার থেকে বেশি, যেখানে ১ বাহরাইনি দিনার সমান ২.৬৫ মার্কিন ডলার।

ইতিহাস সম্পাদনা

১৯৬১ সালে ভারতীয় টাকার সমমূল্যের উপসাগরীয় রুপির পরিবর্তে দিনার প্রবর্তিত হয়। এটি প্রবর্তনের সময় ১ পাউন্ড স্টার্লিং সমমূল্যের ছিল।[৩] রুপি মূল্যমান নির্ধারিত ছিল ৬"ডি", ফলে ১৩+ রুপির রূপ্তান্তরিত হার দাঁড়ায় ১ কুয়েতি দিনার।

১৯৯০ সালে ইরাক কুয়েত আক্রমণ করলে ইরাকি দিনার মুদ্রা হিসেবে কুয়েতি দিনারের স্থান দখল করে এবং আক্রমণকারী সৈন্যদল প্রচুর পরিমান ব্যাংক নোট চুরি করে নিয়ে যায়। কুয়েত স্বাধীন হওয়ার পর কুয়েতি দিনার দেশটির মুদ্রা হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নতুন ব্যাংক নোট চালু হয়। ফলে চুরিকৃত নোটসহ পূর্বের নোটসমূহ বাজার থেকে তুলে দেওয়া হয়।

মুদ্রা সম্পাদনা

নিন্মোক্ত তালিকার মুদ্রাসমূহ ১৯৬১ সালে চালু হয়। সকল মুদ্রার নকশা একই রকম এবং প্রথম ছাপার পর তা পরিবর্তন করা হয়নি।

কুয়েতি দিনার মুদ্রা
দৃশ্যমান পিঠ উল্টা পিঠ মূল্যমান পরিমাপ ঘনত্ব ওজন মিশ্রণ
    ১ ফিলস ১৭ মি.মি. ১.২ মি.মি. ২ গ্রাম নিকেল-পিতল
    ৫ ফিলস ১৯.৫ মি.মি. ১.২ মি.মি. (১৯৬১-২০১১)
১.৪৫ mm (২০১২-)
২.৫ গ্রাম (১৯৬১-২০১১)
২.৫৫ গ্রাম (২০১২-)
নিকেল-পিতল (১৯৬১-২০১১)
পিতল বসানো ইস্পাত (২০১২-)
    ১০ ফিলস ২১ মি.মি. ১.৫ মি.মি. ৩.৭৫ গ্রাম (১৯৬১-২০১১)
৪ গ্রাম (২০১২-)
নিকেল-পিতল (১৯৬১-২০১১)
পিতল বসানো ইস্পাত (২০১২-)
    ২০ ফিলস ২০ মি.মি. ১.৩৬ মি.মি. ৩ গ্রাম তামা-নিকেল (১৯৬১-২০১১)
মরিচারোধক ইস্পাত (২০১২-)
    ৫০ ফিলস ২৩ মি.মি. ১.৫৪ মি.মি. (১৯৬১-২০১১)
১.৭ মি.মি. (২০১২-)
৪.৫ গ্রাম তামা-নিকেল (১৯৬১-২০১১)
মরিচারোধক ইস্পাত (২০১২-)
    ১০০ ফিলস ২৬ মি.মি. ১.৭১ মি.মি.(১৯৬১-২০১১)
১.৮ মি.মি. (২০১২-)
৬.৫ গ্রাম (১৯৬১-২০১১)
৬.৭ গ্রাম (২০১২-)
তামা-নিকেল (১৯৬১-২০১১)
মরিচারোধক ইস্পাত (২০১২-)

ব্যাংক নোট সম্পাদনা

ছয় দফায় কুয়েতি দিনার ব্যাংক নোট মুদ্রিত হয়েছে।

প্রথম দফা সম্পাদনা

প্রথম দফায় মুদ্রা চালু হয় ১৯৬০ সালে কুয়েতি মুদ্রা আইন ঘোষণার ফলে কুয়েতি মুদ্রা বোর্ড গঠনের পর। এই দফার মুদ্রাসমূহ ১৯৬১ সালের ১লা এপ্রিল থেকে ১৯৮২ সালের ১লা ফেব্রুয়ারির মধ্যে বাজারে ছাড়া হয় এবং এই দফায় অন্তর্ভুক্ত মুদ্রার মূল্যমান ছিল কুয়েতি দিনার, কুয়েতি দিনার, ১ কুয়েতি দিনার, ৫ কুয়েতি দিনার ও ১০ কুয়েতি দিনার।

দ্বিতীয় দফা সম্পাদনা

কুয়েতি মুদ্রা বোর্ডের পরিবর্তে ১৯৬৯ সালে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার পর ১৯৭০ সালের ১৭ই নভেম্বর নতুন কুয়েতি দিনার, কুয়েতি দিনার ও ১০ কুয়েতি দিনার মূল্যমানের মুদ্রা চালু হয় এবং এরপর ১৯৭১ সালের ২০শে এপ্রিল দ্বিতীয় দফায় নতুন ১ কুয়েতি দিনার ও ৫ কুয়েতি দিনারের নোট চালু হয়।[৪] এই দফার মুদ্রাসমূহ ১৯৮২ সালের ১লা ফেব্রুয়ারি বাজার থেকে তুলে ফেলা হয়।

তৃতীয় দফা সম্পাদনা

আমির জাবের আল-আহমেদ আল-সাবাহের সিংহাসনে আরোহনের পর ১৯৮০ সালের ২০শে ফেব্রুয়ারি তৃতীয় দফায় মুদ্রা চালু হয়, যার মূল্যমান ছিল কুয়েতি দিনার, কুয়েতি দিনার, ১ কুয়েতি দিনার, ৫ কুয়েতি দিনার ও ১০ কুয়েতি দিনার। ১৯৮৬ সালের ৯ই ফেব্রুয়ারি ২০ কুয়েতি দিনারের ব্যাংক নোট চালু হয়। কুয়েত আক্রমণের ফলে জরুরি অবস্থা জারির পর এই দফার মুদ্রাসমূহ ১৯৯১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকরভাবে অবৈধ ঘোষণা করা হয়। ইরাকি সৈন্যদল প্রচুর পরিমাণ মুদ্রা চুরি করে এবং কিছু মুদ্রা আন্তর্জাতিক মুদ্রা বাজারেও সয়লাব হয়। "স্ট্যান্ডার্ড ক্যাটালগ অব ওয়ার্ল্ড পেপার মানি" (এ. পিক, ক্রাউস পাবলিকেশন্স) তালিকা করে যে নিম্নোক্ত সিরিয়াল নাম্বারের নোটসমূহ চুরি করা হয়েছিল:

মুদ্রামান উপসর্গ
কুয়েতি দিনার (د.ك+١/٤) ৫৪-৮৬
কুয়েতি দিনার (د.ك+١/٢) ৩০-৩৭
১ কুয়েতি দিনার (١د.ك) ৪৭-৫৩
৫ কুয়েতি দিনার (٥د.ك) ১৮-২০
১০ কুয়েতি দিনার (١٠د.ك) ৭০-৮৭
২০ কুয়েতি দিনার (٢٠د.ك) ৯-১৩

চতুর্থ দফা সম্পাদনা

স্বাধীনতার পর বাজার থেকে তোলে ফেলা পূর্ববর্তী মুদ্রার অতিদ্রুত পরিবর্তন ও দেশের ত্বরিত অর্থনৈতিক পুনরুদ্ধারের নিশ্চয়তার জন্য ১৯৯১ সালের ২৪শে মার্চ চতুর্থ দফায় মুদ্রা চালু হয়। এই দফার মুদ্রাসমূহ ১৯৯৫ সালের ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বাজারে সক্রিয় ছিল। এই দফার মূদ্রাসমূহের মূল্যমান ছিল কুয়েতি দিনার, কুয়েতি দিনার, ১ কুয়েতি দিনার, ৫ কুয়েতি দিনার, ১০ কুয়েতি দিনার ও ২০ কুয়েতি দিনার।

পঞ্চম দফা সম্পাদনা

পঞ্চম দফার কুয়েতি ব্যাংক নোটসমূহ ১৯৯৪ সালের ৩রা এপ্রিল থেকে কার্যকর হয় এবং এতে উন্নতমানের প্রযুক্তি সংবলিত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়, যা ব্যাংক নোটের মান নির্ধারক হয়ে ওঠে। ২০১৫ সালের ১লা অক্টোবর এই দফার মুদ্রাসমূহ বাজার থেকে তুলে ফেলা হয়।

ষষ্ঠ দফা সম্পাদনা

কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক ২০১৪ সালের ২৯শে জুন ষষ্ঠ দফায় কুয়েতি ব্যাংক নোট চালু করে।[৫][২][৬] কিছু নোট অমসৃণ যাতে অন্ধরাও স্পর্শ করে তা শনাক্ত করতে পারে[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Exchange Rate Policy"www.cbk.gov.kw। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  2. "New Kuwaiti banknotes due to appear on Sunday designed on bases of beauty, safety"কুনা। কুনা। ২৮ জুন ২০১৪। ২ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  3. "KWD | Kuwaiti Dinar | OANDA"www1.oanda.com। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৯ 
  4. লিঞ্জমেয়ার, ওয়েন (২০১২)। "Kuwait"। The Banknote Book। San Francisco, CA: ব্যাংক নোট নিউজ। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  5. ইবন, ইফাত (৪ জুলাই ২০১১)। "Friday Market Kuwait - Gulf Local Classifieds"। ফ্রাইডে মার্কেট। ২৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  6. "আরব টাইমস"। ২১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা

পূর্বসূরী:
উপসাগরীয় রুপি
অনুপাত: ১ দিনার = ১৩ rupees = ১ পাউন্ড স্টার্লিং
কুয়েত (যুদ্ধ-পূর্ব)-এর মুদ্রা
১৯৬১ – ২ আগস্ট ১৯৯০
উত্তরসূরী:
ইরাকি দিনার
কারণ: কুয়েতে ইরাকি আক্রমণ
পূর্বসূরী:
ইরাকি দিনার
কারণ: কুয়েতের স্বাধীনতা
অনুপাত: = যুদ্ধ-পূর্ব কুয়েতি দিনার
কুয়েত (যুদ্ধ-উত্তর)-এর মুদ্রা
১৯৯১-এর প্রারম্ভ –
উত্তরসূরী:
বর্তমান