কুমার ভাস্কর বর্মা সংস্কৃত ও পুরাতন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়
আসামের বিশ্ববিদ্যালয়
কুমার ভাস্করবর্মন সংস্কৃত ও পুরাতন অধ্যয়ন বিশ্ববিদ্যালয় ২০১১ সালে ভারতের নালবাড়িতে প্রতিষ্ঠিত একটি সরকারী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে সংস্কৃত ভাষা এবং কামরূপের ইতিহাস অধ্যয়নের পাশাপাশি শিল্প, মানবিক এবং পেশাদারী কোর্স সহ অন্যান্য সাধারণ অধ্যয়নে ভুমিকা রাখে।[১][২] বিশ্ববিদ্যালয়ের নামটি প্রাচীন কামরূপের রাজা ভাস্করবর্মনের নাম অনুসারে নামকরণ করা হয়েছে।
নীতিবাক্য | Sarasvati Srutimahatam Mahiyatam (Kālidāsa) |
---|---|
বাংলায় নীতিবাক্য | জ্ঞানীদের বাণী মহিমান্বিত হোক |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০১১ |
আচার্য | আসামের রাজ্যপাল |
উপাচার্য | ডঃ দীপক কুমার সরমা |
ঠিকানা | নামাটি গ্রাম , , , ৭৮১৩৩৭ , ২৬°২৯′ উত্তর ৯১°২৭′ পূর্ব / ২৬.৪৮° উত্তর ৯১.৪৫° পূর্ব |
শিক্ষাঙ্গন | পৌর এলাকা |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) |
ওয়েবসাইট | www |
শিক্ষা
সম্পাদনাকুমার ভাস্করবর্ম সংস্কৃত ও পুরাতন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাঠ্য বিষয় সমূহঃ
- সৃংস্কৃতি (সাহিত্য) - আসন সংখ্যা ৩০,
- সাংস্কৃতি (বেদিক অধ্যয়ন) - আসন সংখ্যা ৩০,
- শিক্ষা - আসন সংখ্যা ৪০
- রাজনৈতিক বিজ্ঞান - আসন সংখ্যা ৪০,
- আসামীয়া - আসন সংখ্যা ৪০,
- দৰ্শন - আসন সংখ্যা ৪০,
- পাঁচ বছর মেয়াদি সাংস্কৃতিক স্নাতকোত্তর ডিগ্রি - আসন সংখ্যা ৩০
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kumar Bhaskar Varma Sanskrit and Ancient Studies University, Nalbari, Assam"। punjabcolleges.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Varsity to preserve India's ancient wisdom - Dispur plans institution to promote studies and research in Sanskrit and indigenous philosophy"। Telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২৮।