কুমারখালী সরকারি কলেজ
কুষ্টিয়া জেলার সরকারি কলেজ
কুমারখালী সরকারি কলেজ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি সরকারি কলেজ। কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।[২][১] কলেজটি ২০১৭ সালে সরকারি কলেজে উন্নীত হয়।[৩][৪]
Kumarkhali Govt. College | |
প্রাক্তন নাম | কুমারখালী কলেজ Kumarkhali College |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৭০ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | বিনয় কুমার সরকার[১] |
অবস্থান | বাটিকামারা, কুমারখালী , ৭০১০ , ২৩°৫১′৩৪″ উত্তর ৮৯°১৪′৪৪″ পূর্ব / ২৩.৮৫৯৫৫১১° উত্তর ৮৯.২৪৫৪৪০৬° পূর্ব |
ওয়েবসাইট | kumarkhalicollege |
বিষয়সমূহ
সম্পাদনাকুমারখালী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যশোর বোর্ডের অধীনে ৩টি বিভাগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০৪ ধরনের ডিগ্রি (পাস) কোর্স ও অনার্সে ০৭টি বিষয় রয়েছে।[২][১]
ডিগ্রি | নং | বিষয় |
---|---|---|
উচ্চ মাধ্যমিক | ০১ | বিজ্ঞান |
০২ | মানবিক | |
০৩ | ব্যবসায় শিক্ষা | |
ডিগ্রি (পাস) | ০৪ | বি.এ |
০৫ | বি.এস.এস | |
০৬ | বি.এস.সি | |
০৭ | বি.বি.এস | |
অনার্স | ০৮ | বাংলা |
০৯ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | |
১০ | সমাজবিজ্ঞান | |
১১ | রাষ্ট্রবিজ্ঞান | |
১২ | অর্থনীতি | |
১৩ | হিসাববিজ্ঞান | |
১৪ | ব্যবস্থাপনা |
প্রশাসনিক তথ্য
সম্পাদনা- ইআইআইএন-১১৭৭২৯[১]
- জাতীয় বিশ্ববিদ্যালয় কোড-১০০৫[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "কুমারখালী সরকারি কলেজ-১০০৫"। জাতীয় বিশ্ববিদ্যালয় তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-৩১।
- ↑ ক খ "কুমারখালী সরকারি কলেজ"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-৩১।
- ↑ "জাতীয়করণ হলো যে ২৭১ কলেজ (তালিকা)"। বাংলাদেশ জার্নাল। ২০১৮-০৮-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-৩১।
- ↑ "খুলনা বিভাগের ৩১ কলেজ সরকারিকরণ হচ্ছে"। দৈনিক সংগ্রাম। ২০১৭-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-৩১।