কুথোদাউ প্যাগোডায় ত্রিপিটক ফলক

কুথোদাউ প্যাগোডায় ত্রিপিটক ফলক হলো বার্মার মান্দালয়ের মান্দালয় পর্বতের পাদদেশে কুথোদাউ প্যাগোডায় ত্রিপিটক সহ অন্যান্য বৌদ্ধ গ্রন্থের খোদাই করা পাথরের ফলকগুলি। মান্দালয়কে রাজকীয় রাজধানীতে রূপান্তরের অংশ হিসেবে রাজা মিন্দোন এই কাজটি পরিচালনা করেন। এটি ১৮৬৮ সালে সম্পন্ন হয়েছিল। এটিতে বর্মী ভাষায় বৌদ্ধ ত্রিপিটক রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

কুথোদাউ মন্দিরের ৭২৯টি স্তূপের মধ্যে কয়েকটি

৭৩০টি ফলক এবং ১,৪৬০টি পৃষ্ঠা রয়েছে। প্রতিটি পৃষ্ঠা ১.০৭ মিটার চওড়া, ১.৫৩ মিটার লম্বা এবং ১৩ সেন্টিমিটার পুরু। প্রতিটি পাথরের ফলকের নিজস্ব ছাদ রয়েছে এবং উপরে ছোট গুহার মতো কাঠামোর সিংহলী পবিত্র স্মরণচিহ্ন ধরনের ক্ষুদ্র বাক্সে মূল্যবান রত্ন রয়েছে, যাকে বলা হয় ক্যউক্স গু (বর্মী ভাষায় পাথরের শিলালিপি গুহা), এবং সেগুলি কেন্দ্রীয় সোনালী প্যাগোডার চারপাশে সাজানো হয়েছে।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ludu Daw Amar - English translation by Prof. Than Tun (১৯৭৪)। The World's Biggest Book। Mandalay: Kyipwayay Press। পৃষ্ঠা 22, 9, 14, 50–52, 22, appendix,53–55, 24–35, 33, 36। 

বহিঃসংযোগ

সম্পাদনা