কিতাব আল আশনাম
কিতাব আল আশনাম (অনু. প্রতিমাপুস্তক) আরবের ঐতিহাসিক হিশাম ইবনে আল কালবি (জন্ম ৭৩৭- মৃত্যু ৮১৯ খ্রি.) রচিত একটি আরবী ভাষায় প্রকাশিত বই যেখানে প্রাচীন আরবে প্রচলিত বিভিন্ন ধর্ম এবং প্রথা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কাবা শরীফে রক্ষিত লাত, উজ্জা, মানাত সহ বিভিন্ন দেবদেবীর বর্ণনা জানা যায় বইটিতে।[১] বইটিতে আরবের শিরক (বহুশ্বেরবাদিতা) তুলে ধরা হয়েছে।[২]
আহমাদ জাকি পাশা নামের এক মিশরীয় ভদ্রলোক বইটি উদ্ধার করেন। তিনি দামাস্কের এক নিলাম থেকে বইটির পান্ডুলিপি কেনেন। প্রাচ্যবিদদের আন্তর্জাতিক কংগ্রেসের ১৪ তম অধিবেশনে পাশা তার আবিষ্কারের কথা প্রকাশ করেন। ১৯৩৪ সালে পাশার মৃত্যুর পর তার অন্যান্য গুরুত্বপূর্ণ সংগ্রহের সাথে এই বইটিকে দেশকে দান করে দেয়া হয়।[৩]
তথ্য উৎস
সম্পাদনা- ↑ Brown, Daniel W. (২০০৪)। A new introduction to Islam। Wiley-Blackwell। পৃষ্ঠা 15–16। আইএসবিএন 978-0-631-21604-9।
- ↑ Hawting, Gerald R. (১৯৯৯)। The idea of idolatry and the emergence of Islam: from polemic to history। Cambridge UP। পৃষ্ঠা 68, 88–95। আইএসবিএন 978-0-521-65165-3।
- ↑ Simsar, Mehmed A. (১৯৫৩)। "Rev. of I-Tisham Ibn-Al-Kalbi, The Book of Idols or The Kitdb al-Asnam"। Speculum। 28 (1): 166–69। ডিওআই:10.2307/2847201। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০১।