কাসীটাঁড় রেলওয়ে স্টেশন
ঝাড়খন্ডের রেলওয়ে স্টেশন
কাসীটাঁড় রেলওয়ে স্টেশন হল ভারতীয় রেলের একটি ভূমিগত রেলওয়ে স্টেশন। এটি হাওড়া–দিল্লি প্রধান রেলপথের আসানসোল–পাটনা বিভাগের অন্তর্গত এবং পূর্ব রেলের দ্বারা পরিচালিত হয়। স্টেশনটি কাসীটাঁড় ও কাসীটাঁড়ের পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। স্টেশনটিতে মোট ২ টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনে প্রতিদিন ১০ টি ট্রেন যাত্রাবিরতি করে।[১]
কাসীটাঁড় রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল | |
অবস্থান | কাসীটাঁড়, ঝাড়খণ্ড, ভারত ভারত |
স্থানাঙ্ক | ২৪°০০′৩১″ উত্তর ৮৬°৪৪′৪৪″ পূর্ব / ২৪.০০৮৬৮° উত্তর ৮৬.৭৪৫৬৩১৩° পূর্ব |
উচ্চতা | ২১৯ মিটার (৭১৯ ফু) |
পরিচালিত | পূর্ব রেল |
লাইন | হাওড়া–দিল্লি প্রধান রেলপথ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
ভাড়ার স্থান | পূর্ব রেল |
বৈদ্যুতীকরণ | ১৯৯৬–৯৭ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনাবৈদ্যুতীকরণ
সম্পাদনারেলওয়ে স্টেশন ও রেলপথের বৈদ্যুতীকরণ ১৯৯৬-৯৭ সালে কারা হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kaseetar Halt (2 PFs)"। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২।