কাসিদা অব ঢাকা

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রামাণ্যচিত্র

কাসিদা অব ঢাকা (বাংলা অর্থ: ঢাকার কাসিদা) ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রামাণ্যচিত্র।[১] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনার্য মুর্শিদ, প্রযোজনা করেছে বাংলাঢোল লিঃ। চলচ্চিত্রটি ইতোমধ্যে দিল্লীর ইন্দুস ভ্যালি আন্তার্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে, প্রদর্শিত হয়েছে বাংলাদেশ, ভারত, জার্মানি, ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে।

কাসিদা অব ঢাকা
পরিচালকঅনার্য মুর্শিদ
প্রযোজকবাংলাঢোল লিঃ
রচয়িতাঅনার্য মুর্শিদ
চিত্রনাট্যকারঅনার্য মুর্শিদ
বর্ণনাকারীজয়ন্ত চট্টোপাধ্যায়
চিত্রগ্রাহকরাসেল আবেদীন তাজ
সম্পাদকঅনয় সোহাগ
স্থিতিকাল২০ মিনিট

পটভূমি সম্পাদনা

কাসিদা ঢাকার হারিয়ে যাওয়া সংগীতগুলোর মধ্যে অন্যতম। মুঘল আমলে এর বিষয় ছিল সম্রাটদের প্রশংসা ও গুণগান। মুঘলদের বিদায়ের পর এখানকার কাসিদাগুলো রমজান মাসকে কেন্দ্র করে রচিত হতে থাকে। শাহেদি, মার্সিয়া, নাত-এ রাসূল, ভৈরবী, মালকোষ প্রভৃতি রাগে এর সুর প্রয়োগ করা হয়।

রমজানের কয়েকদিন আগ থেকেই কাসিদার রেওয়াজ শরু হত। রমজানের মাঝামাঝিতে ঢাকার অলিতেগলিতে কাসিদার প্রতিযোগিতা হত এবং শেষ দিকে এটা জমে উঠত।

একুশ শতকের প্রথম দশকেও সেহরির সময় রোজাদারদের ঘুম ভাঙানোর জন্য ঢাকার অলিতে গলিতে কাসিদার মিছিল বের হত। ভোর রাতের এই কাসিদা শোনার জন্য বাড়ির নারী এবং শিশু-কিশোররা অনেক সময় বারান্দায় দাঁড়িয়ে অপক্ষা করত।

মাইক আর মোবাইলের অ্যালার্মের সাথে কাসিদার ধ্বনি আর টিকে উঠতে পারছে না। কাসিদা এখন আর নেই বললেই চলে। তবু কয়েকজন শিল্পী এখনো এটাকে ধরে রাখার চেষ্টা করেছেন। কাসিদার জৌলুস, ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান নিয়ে এই প্রামাণ্য চলচ্চিত্র।

মুক্তি সম্পাদনা

২০২০ সালের ১৭ মে  বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স লাইভ অ্যাপগুলোতে এক যোগে উন্মুক্ত করা হয় 'কাসিদা অব ঢাকা' এবং একই বছরের ২২ই মে এটি ইউটিউবে প্রকাশিত হয়।

সঙ্গীত সম্পাদনা

২০ মিনিটের এই প্রামাণ্যচিত্রটির ধারা বর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আবহ সংগীত করেছেন প্রিন্স শুভ, সম্মাদনা করেছেন অনয় সোহাগ।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

"কাসিদা অব ঢাকা" প্রামাণ্যচিত্রটি ২০২০ সালে ভারতের দিল্লীতে অনুষ্ঠিত ইন্দুস ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতে নেয়।[২][৩][৪]জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকশ্যাফটের চলচ্চিত্র উৎসব ‘গ্লিম্পস অব সাউথ এশিয়া’তে আগামী ২৫ জুন প্রদর্শিত হয় বাংলাদেশি প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. আলিম-উজ-জামান, কাজী। "ফিরে এল কাসিদা"প্রথম আলো। সংগ্রহের তারিখ মে ১৯, ২০২১ 
  2. প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "দিল্লির চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল 'কাসিদা অব ঢাকা'"bangla.bdnews24.com। ১৯ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১ 
  3. প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "দিল্লির চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল 'কাসিদা অব ঢাকা'"bangla.bdnews24.com। ২০২১-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২০ 
  4. "ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'কাসিদা অব ঢাকা' | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)"। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২০ 
  5. "জার্মানির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের 'কাসিদা অব ঢাকা'"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা