কাশীনাথ রাও বৈদ্য

ভারতীয় রাজনীতিবিদ

কাশীনাথ রাও বৈদ্য (মৃত্যু ১৩ মার্চ ১৯৫৯, হায়দ্রাবাদ) ছিলেন একজন ভারতীয় আইনজীবী এবং রাজনীতিবিদ। [১] বৈদ্য ১৯৫২ সালের নির্বাচনে বেগম বাজার নির্বাচনী এলাকা থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে হায়দরাবাদ রাজ্য বিধানসভায় নির্বাচিত হন। [২] বৈদ্য ১৫৭৯৪ ভোট (নির্বাচনে ভোটের ৭২.৪৮%) পান। [৩] নির্বাচনের পর তিনি বিধানসভার স্পিকার নির্বাচিত হন। [১]

বৈদ্য ১৩ মার্চ ১৯৫৯ সালে হায়দ্রাবাদে মারা যান।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Abbasayulu, Y. B. Scheduled Caste Elite: A Study of Scheduled Caste Elite in Andhra Pradesh. Hyderabad: Dept. of Sociology, Osmania University, 1978. p. 43
  2. AP Legislature. HYDERABAD LEGISLATIVE ASSEMBLY (CONSTITUTED ON 1952) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ আগস্ট ২০১৩ তারিখে
  3. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF HYDERABAD ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে