কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার
বাংলাদেশের তরুনদের জন্য একটি পুরস্কার
কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার বাংলাদেশের তরুনদের জন্য একটি পুরস্কার যা শিল্প ও সাহিত্যবিষয়ক পত্রিকা কালি ও কলম-এর পক্ষ থেকে প্রদান করা হয়। ২০০৮ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে।[১]
কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার | |
---|---|
![]() কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭ সালের লোগো | |
বিবরণ | বাংলাদেশের তরুণ কবি ও লেখকদের সৃজনশীল কর্মকে উৎসাহদানের উদ্দেশ্যে |
অবস্থান | ঢাকা |
দেশ | ![]() |
পুরস্কারদাতা | কালি ও কলম |
ওয়েবসাইট | কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশের তরুণ কবি ও লেখকদের সৃজনশীল কর্মকে উৎসাহদানের উদ্দেশ্যে শিল্প ও সাহিত্যবিষয়ক পত্রিকা কালি ও কলম কবিতা এবং সৃজনশীল-মননশীল সাহিত্য এই দুটি বিভাগে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করে ২০০৮ সালে। বাংলাদেশের সাহিত্যের উন্নয়ন ও বিকাশে তরুণদের সাহিত্য-সাধনার বিশেষ গুরুত্বের কথা চিন্তা করে পুরস্কারটি নিয়মিত ভাবে দেওয়া হয়।[২]
বছর অনুযায়ী
সম্পাদনা২০০৮
সম্পাদনা- বাংলাদেশের লোকনাটক/বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য, লেখকঃ সাইমন জাকারিয়া
- শীতের প্রকার, লেখকঃ ওবায়েদ আকাশ
২০০৯
সম্পাদনা- আমি ও বাঘারু কাব্যগ্রন্থ, লেখক: আহমেদ মুনির (কবিতা)
- অন্ধ জাদুকর, লেখক: আহমাদ মোস্তফা কামাল (সৃজনশীল সাহিত্য)
- একাত্তরের গণহত্যা : রাজধানী থেকে বিয়ানীবাজার, লেখক: আজিজুল পারভেজ। (মননশীল)
২০১০
সম্পাদনা- কবিতায় তা ভাষায় প্রকাশ করা যায় না, লেখক: টোকন ঠাকুর (কবিতা)
- গল্পের খোঁজে গ্রন্থ, লেখক: প্রশান্ত মৃধা (মননশীল)
- ধূসর-স্বপ্নের সাসান্দ্রা, লেখক: কাজী রাফি (সৃজনশীল সাহিত্য)
২০১১
সম্পাদনা- হওয়া না-হওয়ার গান, লেখক: শুভাশিস সিনহা (কবিতা)
- রাজনটী, লেখক: স্বকৃত নোমান (সৃজনশীল)
- প্রকৃতি, প্রামিত্মকতা ও জাতিসত্তার সাহিত্য, লেখক: সুমন সাজ্জাদ (প্রবন্ধগ্রন্থ)
- সোনার পরমতলা, লেখক: মিজানুর খান (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস)
২০১২
সম্পাদনা- ভিখিরিও রাজস্থানে যায়, লেখক: মোসত্মাক আহমাদ দীন (কবিতা)
- দীর্ঘশ্বাসেরা হাওয়ার জলে ভাসে, লেখক: মাসউদুল হক (কথাসাহিত্য)
- করম্নণ মাল্যবান ও অন্যান্য গ্রন্থ, লেখক: পিয়াস মজিদ (প্রবন্ধ)
- নক্ষত্রের রাজারবাগ, লেখক: মোশতাক আহমেদ (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস)
২০১৩
সম্পাদনা- একাকী জমিন, লেখক: মাসুদ পথিক (কবিতা)
- বিতংস, লেখক: ওয়াহিদা নূর আফজা (কথাসাহিত্য)
- সমকাল পত্রিকার সাহিত্যিক ও সাংস্কৃতিক ভূমিকা, লেখক: ড. রবিউল হোসেন (প্রবন্ধ)
- মুক্তিযুদ্ধে মুজিবনগর : দলিল ও ইতিহাস, লেখক: রাজিব আহমেদ (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান, লেখক: মাশুদুল হক (শিশু-কিশোর সাহিত্য)
২০১৪
সম্পাদনা- বৃষ্টির মাতলামি, লেখক: সাকিরা পারভীন (কবিতা)
- আমি অনিন্দিতা, লেখক: ফাতিমা রুমি (কথাসাহিত্য)
- পাবনায় ভাষা আন্দোলন, লেখক: এম আবদুল আলীম( প্রবন্ধ, গবেষণা ও প্রবন্ধ)
২০১৫
সম্পাদনা- ধানের ধাত্রী, লেখক: শামীম হোসেন (কবিতা)
- ধাতব সময়, লেখক: ইমরান খান (গল্প ও উপন্যাস)
- বাংলাদেশের পালকি ও পালকিবাহক, লেখক: রঞ্জনা বিশ্বাস (প্রবন্ধ, গবেষণা ও নাটক)
- যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য, লেখক: সালেক খোকন (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা/প্রবন্ধ গ্রন্থ)
২০১৬
সম্পাদনা- ঢেউয়ের ভেতর দাবানল, লেখক: নওশাদ জামিল (কবিতা)
- ফুলবানু ও অন্যান্য গল্প গ্রন্থের, লেখক: রাফিক হারিরি (কথাসাহিত্য)
- কুঠুরির স্বরগ্রন্থের, লেখক: তুষার কবির (প্রবন্ধ ও গবেষণা)
- ভাটকবিতায় মুক্তিযুদ্ধ, লেখক: হাসান ইকবাল (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- অদ্ভুতুড়ে বইঘর, লেখক: শরীফুল হাসান (শিশু-কিশোর সাহিত্য)
২০১৭
সম্পাদনা- জুমজুয়াড়ি, লেখক: মিজানুর রহমান বেলাল (কবিতা)
- নিশিন্দা পাতার ঘ্রাণ, লেখক: হোসনে আরা জাহান (কবিতা)
- এই বেশ আতঙ্কে আছি, লেখক: তাপস রায় (কথাসাহিত্য)
- মুক্তিযুদ্ধের অজানা ভাষ্য, লেখক: মামুন সিদ্দিকী (মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য)
- নৃত্যকী, লেখক: আলতাফ শাহনেওয়াজ প্রবন্ধ, (গবেষণা ও নাটক)
- হরিপদ ও গেলিয়েন, লেখক: রাজীব হাসান (শিশু-কিশোর সাহিত্য)
২০১৮
সম্পাদনা- যূথচারী আঁধারের গল্প, লেখক: নাহিদা নাহিদ (কথাসাহিত্য)
- তিস্তা, লেখক: হারুন পাশা (কথাসাহিত্য)
- হুমায়ূন আহমেদের চলচ্চিত্র : চিরায়ত রসবোধ, লেখক: শাহাদৎ রুমন (প্রবন্ধ, গবেষণা ও নাটক)
- কাত্তরের রমজান : গণহত্যা ও নির্যাতন, লেখক: আরাফাত তানিম (মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও প্রবন্ধ)[৩]
২০১৯
সম্পাদনা- জলপরিদের দ্বীপে, লেখক: হানযালা হান (কবিতা)
- লালবেজি, লেখক: কামরুন নাহার শীলা (কথাসাহিত্য)
- সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি, লেখক: ফয়সাল আহমেদ (প্রবন্ধ, গবেষণা ও নাটক)
- মুক্তিযুদ্ধে ভারতের চিকিৎসা সহায়তা, লেখক: চৌধুরী শহীদ কাদের (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ও সাহিত্য)[৪]
২০২০
সম্পাদনা- তিমিরযাত্রা, লেখক: মোজাফ্ফর হোসেন (কথাসাহিত্য)
- চলচ্চিত্রনামা, লেখক: মাসুদ পারভেজ (প্রবন্ধ-গবেষণা)
- ১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং, লেখক: ইজাজ আহমেদ মিলন (মুক্তিযুদ্ধ)
- স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল, লেখক: রণজিৎ সরকার (শিশু-কিশোর)[৫]
২০২১
সম্পাদনা- বিভা ও বিভ্রম, লেখক: "সাদাত হোসাইন" (কথাসাহিত্য)
- জীবনানন্দের মানচিত্র, লেখক: আমীন আল রশীদ (প্রবন্ধ- গবেষণা)
- সুন্দরবন সিরিজ, লেখক: চাণক্য বাড়ৈ (কবিতা)
২০২২
সম্পাদনা- সন্দেহ হবে না কেন, লেখক: কবির কল্লোল (কবিতা)
- দূর পৃথিবীর গন্ধে, লেখক: মাসউদ আহমাদ (কথাসাহিত্য)
- কৈবর্ত জাতিবর্ণের ইতিহাস, লেখক: নিবেদিতা রায় (প্রবন্ধ- গবেষণা)
- কং পাহাড়ে শয়তান, লেখক: মাহফুজ রহমান (শিশু-কিশোর সাহিত্য) )[৬]
২০২৩
সম্পাদনা- ভাতের কেচ্ছা লেখক: কামরুন্নাহার দিপা (কথাসাহিত্য)
- জনসংস্কৃতির রূপ ও রূপান্তর, লেখক: শারফিন শাহ (প্রবন্ধ ও গবেষণা)
- আলোয় রাঙা ভোর, লেখক: রহমান বর্ণিল (শিশু-কিশোরসাহিত্য)[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দশম বছরে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার"। ICE Today (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-৩০। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৪।
- ↑ "তরুণ কবি-লেখকের হাতে কালি ও কলম পুরস্কার"। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৮"। kaliokalam.com। কালি ও কলম। ২০ জানুয়ারি ২০১৯। ২৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১।
- ↑ "কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৯"। kaliokalam.com। কালি ও কলম। ১০ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১।
- ↑ "কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ পেলেন চারজন"। দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর। ১২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- ↑ "কালি ও কলম পুরস্কার তুলে দেওয়া হলো চার তরুণের হাতে"। banglanews24.com। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৮ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩।
- ↑ "চার তরুণ লেখক পেলেন 'কালি ও কলম পুরস্কার'"। bdnews24.com। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫।