কালাহাণ্ডি রাজ্য
কালাহাণ্ডি রাজ্য, ছিলো ভারতে ব্রিটিশ শাসন চলাকালীন একটি স্বাধীন দেশীয় রাজ্য৷ এটি করোন্দ রাজ্য নামেও পরিচিত ছিলো৷ [১] ১৮৭৪ খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা কালাহাণ্ডি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়[২] এবং ভবানীপাটনাতে রাজ্যের রাজধানী স্থাপন করা হয়৷ রাজ্যটির শেষ রাজা ১৯৪৮ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী তারিখে ভারতে অন্তর্ভুক্তির জন্য সম্মতিপত্রে স্বাক্ষর করেন৷
কালাহাণ্ডি রাজ্য করোন্দ রাজ্য | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১০০৫–১৯৪৮ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত কালাহাণ্ডি রাজ্যের মানচিত্র | |||||||
রাজধানী | ভবানীপাটনা | ||||||
আয়তন | |||||||
• ১৮৯২ | ৯,৭০০ বর্গকিলোমিটার (৩,৭০০ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৮৯২ | ২২৪,৫৪৮ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১০০৫ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | ওড়িশা, ভারত |
ইতিহাস
সম্পাদনাউড়িষ্যায় অবস্থিত ২৬ টি করদ রাজ্যের মধ্যে সর্ববৃহৎ ছিলো এই কালাহাণ্ডি রাজ্য৷ সাধারণের মুখে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী ১০০৫ খ্রিস্টাব্দে নাগা রাজবংশজ রাজা রঘুনাথ সাই এই রাজ্যের পত্তন ঘটান ও প্রথম রাজা হিসাবে কার্যনির্বাহ শুরু করেন৷ সম্ভবত এই কারণেই রাজ্যটির কুলচিহ্ন ছিলো দুটি মুখোমুখি অবস্থানরত গোখরা সাপ৷[৩]
১৯৪৭ খ্রিস্টাব্দের আগস্ট মাসে কালাহাণ্ডি পূর্ব রাজ্যসঙ্ঘ-এর সদস্যপদ গ্রহণ করে৷ এটি ছিলো ওড়িশা এবং ছত্তিশগড়ে অবস্থিত অধিকাংশ দেশীয় রাজ্যগুলির একটি সঙ্ঘ, যার সদর ছিলো বর্তমান ছত্তিশগড়ের বলরামপুর জেলার রাজপুরে৷ ভারতে অন্তর্ভুক্তির সাথে সাথে ১৯৪৮ খ্রিস্টাব্দে পূর্ব রাজ্যসঙ্ঘ বিলুপ্ত হয়৷ [৪] পূর্বতন এই দেশীয় রাজ্যটি বর্তমান ওড়িশার কালাহান্ডি জেলার অংশ৷
শাসকবর্গ
সম্পাদনাব্রিটিশদের দ্বারা এই রাজ্যের শাসকবর্গের বংশগত নয়টি সালামী দেওয়ার অধিকার থাকায় এটি নয় বন্দুকসালামী রাজ্যগুলির একটি ছিলো৷ [৫]
রাজা
সম্পাদনা- ১০০৫ - ১০৪০ রঘুনাথ সাই
- .......... (অন্যান্য ২০ জন রাজা)
- ১৬৯৩ - ১৭২১ তৃতীয় যুগসাই দেও
- ১৭২১ - ১৭৪৭ খড়্গরাই দেও
- ১৭৪৭ - ১৭৭১ তৃতীয় রাইসিংহ দেও
- ১৭৭১ - ১৭৯৬ পুরুষোত্তম দেও
- ১৭৯৬ - ১৮৩১ চতুর্থ যুগসাই দেও
- ১৮৩১ - ১৮৫৩ ফতে নারায়ণ দেও
- ১৮৫৩ - ৭ এপ্রিল ১৮৮১ উদিতপ্রতাপ দেও
(জ. ১৮৩৯? - মৃ. ১৮৮১) - ৭ এপ্রিল ১৮৮১ – ২০ অক্টোবর ১৮৯৭ রঘুকেশরী দেও
(জ. ১৮৭১ - মৃ. ১৮৯৭) - ২০ অক্টোবর ১৮৯৭ - ১৯২৬ ব্রজমোহন দেও (জ. ১৮৯৬ - মৃ. ১৯৩৯)
মহারাজা
সম্পাদনা- ১৯২৬ - ১৯ সেপ্টেম্বর ১৯৩৯ ব্রজমোহন দেও (উপাধি প্রাপ্তি)
- ১৯৩৯ - ১৯৪৮ প্রতাপকেশরী দেও
- ১৯৪৮ - ১৯৭৪ উদিতপ্রতাব দেও
- ১৯৭৪ - ? অনন্তপ্রতাপ দেও
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Kalahandi"। ব্রিটিশ বিশ্বকোষ। 15 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 637।
- ↑ Indian Princely States
- ↑ Malleson, G. B. An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984
- ↑ Sadhna Sharma ed. States Politics in India, 1995, p. 273
- ↑ Princely States of India