কার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস
কার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস (পর্তুগিজ: Carlos Augusto; জন্ম: ৭ জানুয়ারি ১৯৯৯; কার্লোস আউগুস্তো নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইন্টার মিলানের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস | ||
জন্ম | ৭ জানুয়ারি ১৯৯৯ | ||
জন্ম স্থান | সাও পাওলো, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মিলান | ||
জার্সি নম্বর | ৩০ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩৬, ২২ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৮ সালে, আউগুস্তো ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাকার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস ১৯৯৯ সালের ৭ই জানুয়ারি তারিখে ব্রাজিলের সাও পাওলোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাআউগুস্তো ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Prima Squadra Maschile" [পুরুষদের মূল দল]। inter.it (ইতালীয় ভাষায়)। ইন্টার মিলান। ৩০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩।
- ↑ "INTER" [ইন্টার]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে কার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস (ইংরেজি)
- সকারবেসে কার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস (ইংরেজি)
- বিডিফুটবলে কার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে কার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে কার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে কার্লোস আউগুস্তো জোপোলাতো নেভেস (ইংরেজি)