কারি স্টোন নকশা পুরস্কার

স্থাপত্যের জন্য পুরস্কার

কারি স্টোন নকশা পুরস্কার যুক্তরাষ্ট্রের অরেগনের বেন্ডভিত্তিক কারি স্টোন ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার। মানবহিতৈষী উদ্ভাবনী প্রকৌশলী নকশা প্রণয়নের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়।[] পুরস্কারটি কোনো বাধা ছাড়াই বিভিন্ন মাত্রার প্রকৌশলীদের প্রদান করা হয়। স্থাপত্য, নগর পরিকল্পনা, জনসংযোগ, পণ্যের নকশা এবং ঐতিহ্যের পৃষ্ঠপোষকতা প্রভৃতি ক্ষেত্রে কাজ করা মানুষেরা পুরস্কার অর্জন করেন। বার্ষিক এক থেকে পাঁচজনকে এই পুরস্কার প্রদত্ত হয়। “সামাজিক জীবনমান উন্নয়নে অবদান রাখা প্রকল্পসমূহকে বৈশ্বিকভাবে তুলে ধরা, সম্মান জানানো এবং পুরস্কৃত করার লক্ষ্যে” কারি স্টোন পুরস্কার প্রদান করা হয়।[]

পুরস্কার প্রদানের জন্য প্রাথমিকভাবে নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্প্রদায় বৈশ্বিকভাবে মানবহিতৈষী ও সামাজিক উন্নয়নমূলক কয়েকটি প্রকল্পকে মনোনয়ন দেয়। বছরভিত্তিক নির্বাচিত বিচারকমণ্ডলী পুরস্কারের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করে থাকে। অদ্যাবধি জনকল্যাণমূলক নকশা আন্দোলনের মধ্য থেকে ২০০ এর অধিক নকশা এবং নেতৃত্বকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২৬ জন বিজয়ী সর্বোচ্চ ১,০০,০০০ মার্কিন ডলার অর্থমূল্যের পুরস্কার লাভ করেছেন।[]

বিজয়ী

সম্পাদনা

কারি স্টোন পুরস্কার বিজয়ীদের অন্তর্ভুক্ত হলো:[]

বছর বিজয়ী
২০১৬ আঞ্চলিক সংস্থান কেন্দ্র উন্নয়ন সম্প্রদায় (Society for the Promotion of Area Resource Centers – SPARC)
২০১৫ রুরাল আরবান ফ্রেমওয়ার্ক
২০১৪ স্টুডিওস কাবাকো
প্রক্সিমিটি ডিজাইনস
স্টুডিও টিএএম/ইমারজেন্সি
২০১৩ হুন্নারশালা
মানবতার জন্য স্থাপত্য
২০১২ লিটার অব লাইট
রিওয়াক স্থাপত্য সংরক্ষণ কেন্দ্র
জিয়ান ভ্যান হিসউইজক
সেন্টার ফর আরবান পেডাগজি
ম্যাস ডিজাইন গ্রুপ
২০১১ জাই ইং-জুন
অ্যাটলিয়ার ডি'আর্কিটেকচার অটোগেরি
ফ্রন্টলাইন এসএমএস (কেন ব্যাংকস)
২০১০ মায়া পেড্যাল
সাস্টেইনেবল হেলথ এন্টারপ্রাইজেজ
এলিমেন্টাল
২০০৯ আলেজান্দ্রো একেভারি ও সার্জিও ফাজার্দো
ট্রানজিশন নেটওয়ার্ক
আনা হেরিংগার
২০০৮ অ্যান্টোনিও স্কারপোনি
শন ফ্রেইন
লুয়ান্ডা এমপালহওয়া
মারজেটিসা পোটার্চ
ওয়েস জ্যানজ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Times, Los Angeles। "In Chicago, an ambitious biennial for architecture banishes the stars and anoints a new generation"latimes.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২১ 
  2. "What is the Curry Stone Design Prize? - Curry Stone Design Prize"Curry Stone Design Prize (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২০ 
  3. "Winners Archive - Curry Stone Design Prize"Curry Stone Design Prize (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২০ 
  4. "Curry Stone Design Prize: Design With a Mission"The Huffington Post। ২০১১-১১-০৩। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২১