কারমেন লামাগনা

(কারমেন জেড লামাগনা থেকে পুনর্নির্দেশিত)

কারমেন জেড. লামাগনা (জন্ম ১ ডিসেম্বর ১৯৫৬)[১][২] একজন ফিলিপিনো শিক্ষাবিদ।[৩] তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উপাচার্য ছিলেন।[৪] ১৯৯৭ সালে এআইইউবির ভিসি হওয়ার মাধ্যমে, তিনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিযুক্ত হন।[৩][৫] তিনি এছাড়া অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (এউএপি) সভাপতি এবং আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) এর কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৬]

কারমেন জিটা লামাগনা
উপাচার্য, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
কাজের মেয়াদ
১৯৯৭ – ডিসেম্বর ২০২৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1956-12-01) ১ ডিসেম্বর ১৯৫৬ (বয়স ৬৭)
ম্যানিলা, ফিলিপাইন
জাতীয়তাফিলিপাইন
শিক্ষাপি এইচ ডি (ব্যবসা উন্নায়ন)
প্রাক্তন শিক্ষার্থী
পেশাউপাচার্য

পড়ালেখা ও কর্মজীবন সম্পাদনা

লামাগনা ১৯৭৮ সালে ম্যানিলার অ্যাডামসন বিশ্ববিদ্যালয় থেকে রাসায়ন প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[১] তিনি ফিলিপাইন নরমাল বিশ্ববিদ্যালয় (১৯৯০), রিজাল টেকনোলজিক বিশ্ববিদ্যালয় (১৯৯৪) এবং পূর্ব বিশ্ববিদ্যালয় (১৯৯৫) থেকে তিনটি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। ২০০৩ সালে তিনি ক্যালিফোর্নিয়া কোস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৭]

লামাগনা পার্পেচুয়াল হেল্প ইউনিভার্সিটির (১৯৭৮-১৯৭৯) এবং এএমএ কম্পিউটার কলেজের (১৯৮২-১৯৮৪) ফ্যাকালিটি সদস্য ছিলেন।[৭] তিনি ১৯৯৪-১৯৯৬ সালে এআইইউবি-র প্রকল্প পরিচালক এবং ১৯৯৬ সালে এএমএ কম্পিউটার কলেজে ব্যবসায় উন্নয়নের সহকারী ও সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৭] ১৯৯৭ সালে তিনি এআইইউবির উপাচার্য হিসাবে নিযুক্ত হন। তিনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য।[৩][৫]

পুরস্কার সম্পাদনা

২০০৬ সালে তিনি ফিলিপাইনের রাষ্ট্রপতি গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো এর নিকট থেকে বিদেশে ফিলিপিনো ব্যক্তি এবং সংস্থা পুরস্কার পান।[৫] ২০১২ সালে, তিনি আন্তর্জাতিক মহিলা জোট (টিআইএডাব্লু) দ্বারা শিক্ষা বিভাগের অধীনে বিশ্বের শীর্ষ ১০০ নারী হিসাবে নির্বাচিত হন।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কারমেন লাগামনা"। Filipina Women's Network। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "কারমেন লামাগনা জন্ম"। AIUB Computer Club। ১২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬ 
  3. "এ আই ইউ বি উপাচার্য নারীর ক্ষমতা সম্পর্কে কথা বলেন"The Daily Star। ২০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬ 
  4. "ভিসি নিয়োগ"The Daily Star। ৬ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬ 
  5. Ahmed, Nazia (৫ আগস্ট ২০০৭)। "প্রথম মহিলা উপাচার্য"। The Daily Star। ১৩ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬ 
  6. "AIUB VC made member of AUAP Advisory Council"Dhaka Tribune। ২২ নভেম্বর ২০২০। 
  7. "নতুন মেম্বার পরিচিত"। ১৩ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬ 
  8. "CONGRATULATIONS! DR. CARMEN Z. LAMAGNA SELECTED AS TOP 100 WOMEN OF THE WORLD 2012"AIUB। ২৮ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬