কায়সুল হক
কায়সুল হক (২৯ মার্চ ১৯৩৩–১৩ ফেব্রুয়ারি ২০১৬) বাংলাদেশের একজন কবি ও সাংবাদিক ছিলেন। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০০১ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।[১][২]
কবি কায়সুল হক | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৯ মার্চ ১৯৩৩ মাতুলালয়, মালদহ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। |
মৃত্যু | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ উপশম হেলথ পয়েন্ট হাসপাতাল, গুলশান, ঢাকা। |
সমাধিস্থল | শহীদ বুদ্ধিজীবী কবরস্থান |
জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
দাম্পত্য সঙ্গী | সালমা হক |
সন্তান | তিন ছেলে, এক মেয়ে |
পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার (২০০১) |
প্রাথমিক জীবন
সম্পাদনাকায়সুল হক ২৯ মার্চ ১৯৩৩ সালে অবিভক্ত বাংলার মালদহ জেলায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দবিরউদ্দিন আহমদ ও মাতার নাম জিন্নাতুননেসা। পৈত্রিক নিবাস রংপুর। সাত ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে রংপুরে। তার স্ত্রী সালমা হক (মৃ: ৫ ফেব্রুয়ারি ২০১৬ )। তার তিন ছেলে, এক মেয়ে। সন্তানদের এক ছেলে নজরুল ইনস্টিটিউটে চাকুরি করেন। অন্য দুজনের একজন চিকিৎসক ও অন্যজন প্রকৌশলী। মেয়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী।
কর্মজীবন
সম্পাদনাকায়সুল হকের কর্মজীবন কাটে ঢাকায়। তিনি জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক পদে কর্মরত ছিলেন এবং এই পদ থেকেই অবসরে যান। ১৯৫০ সালে ‘আজাদ’ পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। ‘অধুনা’, ‘সবার পত্রিকা’, ‘কালান্তর’ ও ‘শৈলী’ সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন তিনি।
গ্রন্থ
সম্পাদনাকায়সুল হকের উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:-[৩]
- স্বদেশ সংস্কৃতি ও রবীন্দ্রনাথ (২০০৪)
- 'আলোর দিকে যাত্রা' (২০০৬)
- অনিন্দ চৈতন্য (২০০৮)
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০০১),[১]
- আসাদুজ্জামান সাহিত্য পুরস্কার (২০০০),
- সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৫)
মৃত্যু
সম্পাদনাকায়সুল হক ১৩ ফেব্রুয়ারি ২০১৬ সালে ঢাকার গুলশানের উপশম হেলথ পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ আব্দুর রশিদ অর্ণব (১৩ ফেব্রুয়ারি ২০১৬)। "চলে গেলেন কবি কায়সুল হক"। দৈনিক প্রথম আলো। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২। উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":2" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ "কায়সুল হক"। রকমারি ডট কম। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।