কামাখ্যা ফার্মাছিত চারিজন বন্ধু
কামাখ্যা ফার্মাছিত চারিজন বন্ধু হল ডঃ ভৃঙ্গেশ্বর শর্মা রচিত এক অসমীয়া গল্প সংকলন। আসামের বিভিন্ন পত্রিকা তথা খবরের কাগজে প্রকাশিত প্রায় কুড়িটি গল্পের এই সংকলনটির প্রথম প্রকাশ হয় ২০০০ সালের ডিসেম্বর মাসে। ১৯৯৬ সালের মুনীন বরকটকী পুরস্কারপ্রাপ্ত এই গল্প সংকলনটির প্রকাশক হল বি.এস.পাব্লিকেশন এবং পরিবেশক হল বনলতা এবং অসমী প্রকাশন।
লেখক | ডঃ ভৃঙ্গেশ্বর শর্মা |
---|---|
প্রচ্ছদ শিল্পী | শ্রী হরকুমার ডেকা |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
ধরন | গল্প সংকলন |
প্রকাশক | বি.এস.পাব্লিকেশন |
প্রকাশনার তারিখ | ডিসেম্বর,২০০০ |
মিডিয়া ধরন | ছাপা (পকাবন্ধা) |
পৃষ্ঠাসংখ্যা | ১২০ |
গল্পসমূহ
সম্পাদনাএই সংকলনটির গল্পসমূহে সমসাময়িক সমাজ এবং জীবনর বাস্তব রূপ একটি ধরে রাখতে চেষ্টা করা হয়েছে। সামাজিক বৈষম্য, শোষণ, উচ্চবিত্তের দম্ভ এবং মধ্যবিত্তের অবক্ষয়, পারিবারিক সমস্যা, বার্ধক্য এবং মৃত্যুচেতনা ইত্যাদি নানা প্রসঙ্গের চিত্র গল্পসমূহের মধ্য দিয়ে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে।[১]
ক্রম | গল্পের নাম | পূর্বে প্রকাশ পাওয়া পত্রিকা | টিকা |
---|---|---|---|
১ | কামাখ্যা ফার্মাচীত চারিজন বন্ধু | প্রান্তিক | |
২ | কুকুরর পরা সাবধান | সাদিন | |
৩ | একটি মুকলি প্রশ্ন বা একটি সাধারণ কাহিনী | সাদিন | |
৪ | উত্তরাধিকারী | সাদিন | |
৫ | ব্যবধান | অগ্রদূত | |
৬ | ফ্রিজ | শ্রীময়ী | |
৭ | শামুকর খোলাত পীতাম্বর ভূঞা | অগ্রদূত | |
৮ | প্রতিবেশী | শ্রীময়ী | |
৯ | উপহাস | সাদিন | |
১০ | ঠিকনা | সাদিন | |
১১ | আবেদন | সাদিন | |
১২ | এনেকৈ এদিন | সাদিন | |
১৩ | এখন উপন্যাসর শেষ অধ্যায় | অগ্রদূত | অসম সাহিত্য সভার দ্বারা পুরস্কৃত |
১৪ | এজন বুঢ়া মানুহ | আজির সময় | |
১৫ | গাড়ী | আসাম বাণী | |
১৬ | পিতৃ | প্রান্তিক | |
১৭ | অচিনাকি | আসাম বাণী | |
১৮ | মরম | সাদিন | |
১৯ | ব্রেক | সাদিন | |
২০ | সাধুকথা | প্রান্তিক |
পুরস্কার এবং সম্মান
সম্পাদনা- কামাখ্যা ফার্মাছিত চারিজন বন্ধু শীর্ষক ছোটগল্পের পাণ্ডুলিপি ১৯৯৬ সালের মুনীন বরকটকী পুরস্কার লাভ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠা, কামাখ্যা ফার্মাছিত চারিজন বন্ধু