কাপ্রোনা রান্সোন্নেত্তি

কীটপতঙ্গের প্রজাতি

কাপ্রোনা রান্সোন্নেত্তি (বৈজ্ঞানিক নাম: Caprona ransonnettii (Felder)) এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি। এরা ‘হেসপেরায়িডি’ গোত্রের এবং 'পায়ারজিনি' উপগোত্রের সদস্য।

কাপ্রোনা রান্সোন্নেত্তি
Golden angle
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Hesperiidae
গণ: Caprona
প্রজাতি: C. ransonnettii
দ্বিপদী নাম
Caprona ransonnettii
(Felder, 1868)
প্রতিশব্দ
  • Pterygospidea ransonnettii Felder, 1868
  • Abaratha ransonnetti

উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত কাপ্রোনা রান্সোন্নেত্তি এর উপপ্রজাতিসমূহ হল-[১]

  • Caprona ransonnettii potiphera Hewitson, 1873 – Dakhan Golden Angle

বিস্তার সম্পাদনা

কাপ্রোনা রান্সোন্নেত্তিদের ভারতের বিহার, উত্তরাঞ্চল থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত দেখা যায়। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার এও দেখা মেলে।[২]

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিশদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পুরুষ সম্পাদনা

সামনের ডানার উপরিপৃষ্ঠের বর্ণ কালচে অথবা ধূসর ও কমলা হলুদ বাদামীর মিশ্রণ। সামনের ডানার শীর্ষভাগের কাছে ৩টি ছোট প্রায় সাদা এবং ঈষৎ নীলচে সাদা ছোপ চোখে পড়ে। কখনো সখনো শীর্ষভাগের এই ৩টি ছোপ (প্রি-এপিকাল ছোপ এর নিচে একটি অথবা দুটি খুব ছোট ছোপ তেরচা ভাবে অবস্থান করতে দেখা যায়। সেল এর ভিতর শেষপ্রান্তে দুটি সাদা অথবা ঈষৎ নীলচে সাদা ছোপ, উপরের ও মধ্যবর্তী শিরাদুটির মাঝে একটি সরু লম্বাটে ছোপ এবং তার পার্শ্ববর্তী একটি বড় সাদা (ঈষৎ নীলচে সাদা) ছোপ এবং এর পরে আরও দুটি ছোট তীর্যক ভাবে অবস্থিত ছোপ বর্তমান। এছাড়া পার্শ্ব প্রান্তিক (টার্মিনাল) দুই সারি ফ্যাকাশে ও অস্পষ্ট অর্ধচন্দ্রাকৃতি ছোপের সারি রয়েছে। পিছনের ডানায় ডিসকাল অংশের মধ্যভাগে একটি ম্যাকুলার, ফ্যাকাসে কমলা হলুদ বন্ধনী বর্তমান যার মধ্য দিয়ে ভাগ করে যাওয়া বাদামী শিরাগুলি প্রতীয়মান। সেল এর ভিতর শেষভাগে একটি ছোট ছোপ চোখে পড়ে। ডিসকাল অংশের বর্হিঃভাগ ধূসর বাদামী রঙ্গে ছাওয়া। সিলিয়া উভয় ডানাতেই সাদা, তবে মাঝে মাঝে সামান্য অংশে কালো।

স্ত্রী সম্পাদনা

সামনের ডানা পুরুষের অনুরূপ ছোপ এবং পার্শ্বপ্রান্তিক (টার্মিনাল) অর্ধচন্দ্রাকৃতি ছোপের সারি যুক্ত তবে ছোপগুলি অধিক সুস্পষ্ট। স্ত্রী নমুনায় পিছনের ডানাস্থ ডিসকাল বন্ধনীটি অপেক্ষাকৃত বেশি স্পষ্ট এবং ধূসর রঙের বেষ্টনী দ্বারা সুস্পষ্টভাবে সীমায়িত।

সামনের ডানার নিম্নতল ফ্যাকাশে বাদামী এবং বেসাল অংশ ধূসর সাদা রঙের ছাওয়া। সাদা ছোপগুলি বাইরের দিকে ফ্যাকাসে কালো ছোট দাগ দ্বারা সীমায়িত। পিছনের ডানা ধূসর সাদা এবং ঈষৎ নীলচে আভাযুক্ত। টার্মিনাল রেখাটি শুধুমাত্র বাদামী। ডিসকাল অংশে বাঁকানো একসারি ছোট ফ্যাকাশে কালচে ছোপ বিদ্যমান।[৩]

Mr. de Niceville, কাপ্রোনা রান্সোন্নেত্তি এর শুষ্কঋতুরূপটির নামকরণ করেছেন Abaratha taylorii। শুষ্কঋতুরূপটি উপরিতলে কালচে বাদামীর পরিবর্তে কমলা হলুদ হয়। আর্দ্ররূপটির ন্যায় শুষ্করূপে পিছনের ডানার ডিসকাল অংশে দাগ ছোপ থাকে না। Mr. de Niceville এর একটি অনুরূপ উপপ্রজাতি খুঁজে পেয়েছেন যার নাম Caprona tissa[৪]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Caprona ransonnettii Felder, 1868 – Golden Angle"। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭ 
  2. Dubey, Sheela; Agarwal, R.K.। "New records of butterflies (Lepidoptera: Hespiriidae) in baster District (C.G), India" (পিডিএফ)। Biolife(2015)। পৃষ্ঠা 528-532। আইএসএসএন 2320-4257। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭ 
  3. Watson, E. Y. 1891. Hesperiidae Indicae: descriptions of the Hesperiidae of India, Burmah and Ceylon. Madras.
  4. Ghorpade, Kumar। "Butterflies (Lepidoptera—Rhopalocera) of the Achanakmar-Amarkantak Biosphere Reserve, in Chhattisgarh and Madhya Pradesh, with a synopsis of the recorded butterfly fauna of the eastern Central Highlands in India" (পিডিএফ)। Colemania(2012)। পৃষ্ঠা 1-38। আইএসএসএন 0970-3292। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭