কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয়
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(আগস্ট ২০২১) |
কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ময়মনসিংহ জেলার গাফফারগাঁও উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি আসকার আলী সরকার কর্তৃক ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। [১]
এখানে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কেন্দ্রও রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ শফিকুল কাদির (২০১২)। "গফরগাঁও উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |