কানোর প্রধান মসজিদ
নাইজেরিয়ার মসজিদ
কানোর প্রধান মসজিদ ( আরবি: الجامع الكبير في كانو ) : কানো হলো রাজ্যের রাজধানী শহর ও নাইজেরিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর। এ কানোতে এ মসজিদ অবস্থিত। মসজিদটি রাজ্যের মান্দাওয়ারী এলাকার চারপাশে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।
কানোর প্রধান মসজিদ | |
---|---|
الجامع الكبير في كانو | |
অবস্থান | |
অবস্থান | কানো, নাইজেরিয়া |
স্থানাঙ্ক | ১১°৫৯′৪১″ উত্তর ৮°৩১′০৩″ পূর্ব / ১১.৯৯৪৭২° উত্তর ৮.৫১৭৫০° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
প্রতিষ্ঠার তারিখ | ১৫ শতাব্দি |
ইতিহাস
সম্পাদনা১৫ শতকে মুহাম্মদ রুমফার এ মসজিদটি নির্মাণ করেছিল। এটি কাদা দিয়ে তৈরি হয়েছিল, যাতে সোরো, বা টাওয়ার ও বিভিন্ন ধরনের উপকরণ ছিল। [১] ১৫৮২ সালে মুহাম্মদ জাকি এটিকে একটি নতুন ভাবে স্থানান্তরিত করেন এবং ১৯ শতকের মাঝামাঝি আবদুল্লাহি ড্যান ডাবো দ্বারা পুনর্নির্মাণ হয়। এটি ১৯৫০-এর দশকে ধ্বংস হয়ে যায় এবং ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় পুনর্নির্মিত হয়। [১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Great Mosque of Kano"। ArchNet। Massachusetts Institute of Technology। ২০০৫-০৫-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-১৩।