কাদুঙ্গালুর (ইংরেজি: Kadungalloor) ভারতের কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলার একটি শহর।

কাদুঙ্গালুর
শহর
নরসিংহ মন্দির
নরসিংহ মন্দির
কাদুঙ্গালুর কেরল-এ অবস্থিত
কাদুঙ্গালুর
কাদুঙ্গালুর
কেরালা, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ১০°০৫′৪৬″ উত্তর ৭৬°১৯′০৪″ পূর্ব / ১০.০৯৬০২২° উত্তর ৭৬.৩১৭৮২৯° পূর্ব / 10.096022; 76.317829
দেশ ভারত
রাজ্যকেরালা
জেলাএর্নাকুলাম
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৯,৬৬৬
ভাষা
 • অফিসিয়ালমালয়ালম
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনKL-৪২
ওয়েবসাইট[[১] lsgkerala.in/kadungalloorpanchayat]]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে কাদুনগল্লুর শহরের জনসংখ্যা হল ৩৫,৪৫১ জন।[১] এর মধ্যে পুরুষ ৫০% এবং নারী ৫০%।

এখানে সাক্ষরতার হার ৮১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৯%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কাদুনগল্লুর এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে কাদুনগল্লুর শহরের জনসংখ্যা হল ৩৯,৬৬৬ জন। এর মধ্যে পুরুষ ১৯,৮৫২ এবং নারী ১৯,৮১৪ জন। এখানে সাক্ষরতার হার ৯৪.৫৮%, পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯৬.৪৮% এবং নারীদের মধ্যে এই হার ৯২.৭%। রাজ্যের সাক্ষরতার হার ৯৪%, তার চাইতে কাদুনগল্লুর এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১০.৪৭% হল ৬ বছর বা তার কম বয়সী।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭ 
  2. "ভারতের ২০১১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২২, ২০১৫