কাজোরা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার একটি শহরাঞ্চল

কাজোরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার একটি শহর।

কাজোরা
শহর
কাজোরা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
কাজোরা
কাজোরা
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৬′৪৮″ উত্তর ৮৭°১০′৫৭″ পূর্ব / ২৩.৬১৩৩০৭° উত্তর ৮৭.১৮২৫৮৩° পূর্ব / 23.613307; 87.182583
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবর্ধমান
জনসংখ্যা (২০০১)
 • মোট২৪,৯৫৫
ভাষা
 • অফিসিয়ালবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে কাজোরা শহরের জনসংখ্যা হল ২৪,৯৫৫ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৫% এবং নারী ৪৫%।

এখানে সাক্ষরতার হার ৫৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬২% এবং নারীদের মধ্যে এই হার ৪৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কাজোরা এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কাজোরা অঞ্চলে ছয়টি প্রাথমিক, একটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।[২]

স্বাস্থ্যসেবা সম্পাদনা

ইসিএলের কাজোরা এরিয়ার যে সব অঞ্চলে চিকিৎসার সুবিধা আছে সেগুলি হল কাজোড়া এরিয়া ডিসপেনসারিতে (কাজোড়া মোড়, পোষ্টঃ কাজোরাগ্রাম), মধুসূদনপুর কোলিয়ারি (পোষ্টঃ দক্ষিণখন্ড), নব কাজোরা (পোষ্টঃ কাজোরাগ্রাম), জামবাদ (ইউজি) (পোষ্টঃ পরাসিয়া), মাধবপুর (পোষ্টঃ কাজোরাগ্রাম), পরাশকোল (ই অ্যান্ড ডাব্লিউ) (পোষ্টঃ পরাশকোল), খাস কাজোরা (পোষ্টঃ কাজোরাগ্রাম), লছিপুর (পোষ্টঃ কাজোরাগ্রাম), সেন্ট্রাল কাজোরা(পোষ্টঃকাজোরাগ্রাম), জামবাদ ওসিপি (পোষ্টঃ পরাসিয়া)।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬ 
  2. 7th All-India School Education Survey 2003 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৭-০৯-২৭ তারিখে
  3. "Details of medical facilities in CIL and its subsidiaries"ECL। CIL। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]