কাজুকি কোজুকা

জাপানি ফুটবলার

কাজুকি কোজুকা (জাপানি: 小塚 和季, ইংরেজি: Kazuki Kozuka; জন্ম: ২ আগস্ট ১৯৯৪) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

কাজুকি কোজুকা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-08-02) ২ আগস্ট ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান মিতসুকে, জাপান
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কাওয়াসাকি ফ্রোন্তালে
জার্সি নম্বর ১৭
যুব পর্যায়
২০১০–২০১২ তেকিও নাগাওকা হাই স্কুল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৭ আলবিরেক্স নিগাতা (০)
২০১৪জে লিগ অনূর্ধ্ব-২২ (০)
২০১৪–২০১৫রেনোফা ইয়ামাগুচি (ধার) ৪৬ (৮)
২০১৭রেনোফা ইয়ামাগুচি (ধার) ৩৯ (৮)
২০১৮ ভঁতফোরেত কোফু ৩১ (৬)
২০১৯–২০২১ ওইতা ত্রিনিতা ৪১ (২)
২০২১– কাওয়াসাকি ফ্রোন্তালে (০)
জাতীয় দল
২০১২ জাপান অনূর্ধ্ব-১৮ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯:২৭, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯:২৭, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১২ সালে, কাজুকি জাপান অনূর্ধ্ব-১৮ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

কাজুকি কোজুকা ১৯৯৪ সালের ২রা আগস্ট তারিখে জাপানের মিতসুকেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

কাজুকি জাপান অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2022シーズン 選手・スタッフ" [২০২২ মৌসুমের খেলোয়াড় এবং কর্মকর্তা]। frontale.co (জাপানি ভাষায়)। কাওয়াসাকি, জাপান: কাওয়াসাকি ফ্রোন্তালে। ২৫ মার্চ ২০২২। ২৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  2. "Kawasaki Frontale - J.LEAGUE" [কাওয়াসাকি ফ্রোন্তালে - জে. লিগ]। jleague.co (জাপানি ভাষায়)। জাপান: জে লিগ। ২৫ মার্চ ২০২২। ২৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা