কাজী সাইফুদ্দীন

বাংলাদেশী মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ

কাজী সাইফুদ্দীন (জন্ম: ১৯৬৪) হলেন একজন বাংলাদেশী মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পিরোজপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।[]

অধ্যাপক ড.
কাজী সাইফুদ্দীন
প্রথম উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর
কাজের মেয়াদ
২০ সেপ্টেম্বর ২০২২ – ২৭ অক্টোবর ২০২৪
পূর্বসূরীঅফিস সৃষ্ট
উত্তরসূরীশহীদুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৪ (বয়স ৫৯–৬০)
পিরোজপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
কোবে বিশ্ববিদ্যালয়, জাপান
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

তিনি ১৯৬৪ সালে বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুরে জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মুক্তিযোদ্ধা কাজী সামশুল হক ও মা বেগম ফাতিমা খাতুন।[][] তার বাবা একজন শহীদ মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন।

শিক্ষাজীবন

সম্পাদনা

কাজী সাইফুদ্দীন পিরোজপুরে অবস্থিত পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৮২ সালে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসসি (সম্মান) ও ১৯৯০ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি জাপানের কোবে বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

সাইফুদ্দীন বাংলাদেশ সিভিল সার্ভিসের (শিক্ষা ক্যাডার) একজন সদস্য হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। পরে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে যোগ দেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্বাহী সদস্য এবং বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একাধিক সামাজিক ও পেশাজীবী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন।[]

কাজী সাইফুদ্দীন ২০২২ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ২৭ অক্টোবর পর্যন্ত পিরোজপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

প্রকাশনা

সম্পাদনা

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় অর্ধশত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি প্রায় ৩০টি বইয়ের রচয়িতা।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জবির ড. কাজী সাইফুদ্দীন"সমকাল। ১৮ সেপ্টেম্বর ২০২২। ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২২ 
  2. "বশেমুরবিপ্রবিপির উপাচার্য হলেন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন"ইত্তেফাক। ১৯ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২২ 
  3. ড. কাজী সাইফুদ্দীন (২০১২)। দে, মিলন কান্তি, সম্পাদক। থিসিস ও গবেষণার রূপরেখা (২য় সংস্করণ)। ঢাকা: ঝিনুক প্রকাশনী। 
  4. "Curriculum Vitae - Professor Dr. Saifuddin Kazi" (পিডিএফ)জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২২ 
  5. "উপাচার্য হলেন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন"জনকণ্ঠ। ১৮ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২২ 
  6. "উপাচার্যগণের তালিকা"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৪