কাজী আকবর উদ্দিন সিদ্দিক

বাংলাদেশী রাজনীতিবিদ
(কাজী আকবর উদ্দিন আহম্মদ সিদ্দিক থেকে পুনর্নির্দেশিত)

কাজী আকবর উদ্দিন মোহাম্মদ সিদ্দিক ( ৭ জানুয়ারী ১৯২৪–৯ আগস্ট ২০০৪) বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, মুক্তিযোদ্ধের সংগঠক, গনপরিষদ সদস্য ও তৎকালীন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

কাজী আকবর উদ্দিন সিদ্দিক
সাবেক প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য
(বর্তমান ব্রাহ্মণবাড়িয়া-৬)
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম৭ জানুয়ারী ১৯২৪
শ্রীরামপুর গ্রাম, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত,
(বর্তমান  বাংলাদেশ)
মৃত্যু৯ আগস্ট ২০০৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল হাসপাতাল
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

কাজী আকবর উদ্দিন সিদ্দিক ৭ জানুয়ারী ১৯২৪ সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

কাজী আকবর উদ্দিন সিদ্দিক বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। মুক্তিযোদ্ধের সংগঠক ও কুমিল্লা-৬ নবীনগর আসন (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া-৬) হতে ১৯৭০ সালে গনপরিষদ সদস্য ও ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের আগরতলা হাপানিয়া তিতাস ক্যাম্পের প্রধান ছিলেন এবং দিল্লী চকরিয়া বিহারের দেরাদুন থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য তৎকালীন সরকার মেজর জেনারেল উপাধিতে ভূষিত করেন। তিনি ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের সময়কালে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযুদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি নির্বাচিত হন।[][]

মৃত্যু

সম্পাদনা

কাজী আকবর উদ্দিন সিদ্দিক ৯ আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ৮০ বছর বয়সে মারা যান। তার স্মরণে পারিবারিক ভাবে সিদ্দিক এমপি ফাউন্ডেশন গঠন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর গ্রামে তাকে দাফন করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "কাজী আকবর উদ্দিন সিদ্দিক"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১ 
  3. "কাজী আকবর উদ্দিন সিদ্দিক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১ 
  4. "কাজী আকবর উদ্দিন সিদ্দিক"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১