কাজলা নদী
কাজলা নদী মাথাভাঙ্গা নদী থেকে উৎপন্ন হওয়া মেহেরপুর জেলার একটি ছোট নদী।[১] নদীটির দৈর্ঘ্য ৩০ কিলোমিটার, গড় প্রস্থ ৩৫ মিটার। কাজলা নদীর দুইপাড়ে ব্রিটিশ নীলকররা গড়ে তুলেছিল অনেকগুলো নীলকুঠি যার মধ্যে ভাটপাড়া নীলকুঠি ও আমঝুপি নীলকুঠি অন্যতম। উপমহাদেশে নীলচাষের ইতিহাসের সাথে কাজলা নদীর নাম ওতপ্রতভাবে জড়িত।
কাজলা নদী | |
আমঝুপি নীলকুঠির পিছনের কাজলা নদী
| |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | খুলনা বিভাগ |
জেলা | মেহেরপুর জেলা |
উৎস | কাজলা নদী |
মোহনা | কাজলা নদী |
দৈর্ঘ্য | ৩০ কিলোমিটার (১৯ মাইল) |
প্রবাহ
সম্পাদনামাথাভাঙ্গা নদীর কাজিপুর ইউনিয়নের অংশ থেকে কাজলা নদীর উৎপত্তি। উৎপত্তিস্থল থেকে এ নদী হিন্দা মাঠ, নওয়াপাড়া,কালিগংনী, ভাটপাড়া, গাড়াডোব এবং সদর উপজেলার আমঝুপি গ্রাম হয়ে ভৈরব নদীতে মিশেছে। মাথাভাঙ্গা নদীটি গঙ্গার শাখা নদী ভারতের জলঙ্গীর সঙ্গে সংযুক্ত।[১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ অক্টোবর ২০২১ তারিখে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মেহেরপুরের আশীর্বাদ 'কাজলা' এখন অভিশাপ"। Sarabela। ১৫ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ অক্টরব ২০১৯। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)