কাজদাআলি মসজিদ

তুরস্কের একটি মসজিদ

কাজদাআলি মসজিদ (তুর্কি: Kazdağlı Camii) হচ্ছে তুরস্কের সাফরানবোলুতে অবস্থিত উসমানী যুগের একটি ঐতিহাসিক মসজিদ।

কাজদাআলি মসজিদ
কাজদাআলি মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অঞ্চলমধ্য আনাতোলিয়া
অবস্থান
অবস্থানসাফরানবোলু
তুরস্ক তুরস্ক
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামি, উসমানীয় স্থাপত্য
সম্পূর্ণ হয়১৭৭৯
মিনার১টি

স্থাপত্য

সম্পাদনা

১৭৭৯ সালে কাজদাআলি মেহমেত আগা কর্তৃক সাফরানবুলু বাজারের প্রবেশপথে একটি পুরাতন মসজিদের জায়গায় এই মসজিদটি নির্মিত হয়েছিল। বর্গাকার পরিকল্পিত মসজিদটি ইট এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং এর উপরের অংশটি একটি স্কুইঞ্চযুক্ত ইটের গম্বুজ দিয়ে আবৃত। মসজিদের সামনের অংশে একটি তিন অংশের জামাত স্থান অবস্থিত। জামাতের জায়গার মাঝের অংশটি গম্বুজ দিয়ে আচ্ছাদিত এবং অন্যান্য অংশগুলি 'কাভেত্তু' আকৃতির খিলান দ্বারা আবৃত। মসজিদটির গম্বুজ এবং খিলান ইট দিয়ে তৈরি। মসজিদের মিহরাবমিম্বররে সরল নকশা করা হয়েছে। প্রবেশ পথের ডানদিকে অবস্থিত মিনারটি ইট দিয়ে তৈরি এবং একটি বারান্দা রয়েছে। এই মসজিদটি যে পুরোনো মসজিদে চাকরি তৈরি হয়েছে সেই মসজিদ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় না। ২০০৪ সালে মসজিদটির মালিকানা পৌরসভা থেকে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে চলে যায়; কিন্তু একই বছরেই এটি পুনরুদ্ধার করা হয়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা